শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিসিবির কাছে ৫ কোটি রুপি পাওনা থাকলেও ক্রিকেটের উন্নতির স্বার্থে তা নেননি ইউনিস খান

শিউলী আক্তার : এমন খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে বড় অঙ্কের টাকা পান দেশটির ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইউনিস খান। কিন্তু এটা তার কাছে কোনো ইস্যু ছিলো না। বরং ক্রিকেটের উন্নতিতে পিসিবির সঙ্গে কাজ করায় তার ইচ্ছা।

পাকিস্তানের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট পা প্যাসনকে ইউনিস বলেন, ‘পিসিবির কাছে ৫ কোটিরও বেশি রুপি পাওনা আছি। কিন্তু আমি কখনো টাকা চাইনি। টাকা কখনো ইস্যু ছিল না। কী পাবেন, তা সৃষ্টিকর্তাই ঠিক করে দেন। তাই কখনো টাকার পেছনে দৌড়ানো ঠিক নয়।’

এরপর পিসিবির সঙ্গে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন ইউনিস, ‘সব সময় পিসিবির সঙ্গে কাজ করতে চেয়েছি। আমি সেসব খেলোয়াড়ের একজন, যে অবসর নেওয়ার পর থেকে বসে আছে। খুব কম খেলোয়াড়ই এমন করে। পাকিস্তান ও পিসিবিকে আমি এখনো ১৭-১৮ বছর সেবা দিতে পারব।’

বাংলাদেশের বিরুদ্ধে রাওয়ালপিন্ডি টেস্টের দল ঘোষণা করেছে পাকিস্তান। দল ঘোষণা নিয়ে প্রধান কোচ ও নির্বাচক মিসবাহর প্রশংসাই করেছেন ইউনিস, পাকিস্তানে নতুন কিছু শুরু করতে গেলে একটু ধাক্কা লাগবেই। আশা করি ফলটা ভালো হবে। পাকিস্তান দল ধীরে ধীরে পথে ফিরছে। মিসবাহ, পিসিবি ও ইমরান খানকে আরও সময় দেয়া হোক, অনেক কিছুই পাল্টে যাবে। কিন্তু অন্য সাবেক তারকারা সবাই সমালোচনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়