শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা-মাকে নিয়ে গেলেই রেস্তোরাঁয় ২০% ছাড়! হাজির হচ্ছেন সন্তানরা

আন্তার্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে হাওড়ার এক রেস্তোরাঁ মালিক নিয়ে এলেন এক অভিনব অফার। এই ঘোষণা ছড়িয়ে পড়তেই ওই রেস্তোরাঁয় বয়স্ক বাবা-মায়েদের সঙ্গে নিয়ে হাজির হচ্ছেন সন্তানরা। কলকাতা ট্রিবিউন

এর মধ্যেই হাওড়ার উলুবেড়িয়ার এক রেস্তোরাঁর মালিক বৃদ্ধ বাবা-মায়েদের নিয়েই ভেবেছেন একেবারে অন্য ভাবনা। ওই রেস্তোরাঁয় বৃদ্ধ বাবা-মাকে সঙ্গে নিয়ে লাঞ্চ বা ডিনার করলেই মিলবে ২০ শতাংশ ছাড়।

এই ঘোষণা ছড়িয়ে পড়তেই ওই রেস্তোরাঁয় বয়স্ক বাবা-মায়েদের সঙ্গে নিয়ে হাজির হচ্ছেন সন্তানেরা। ইন্ডিয়ান একপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেল।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে রেস্তোরাঁর মালিক সমীরণ গোস্বামী বলেন, “অভিজ্ঞতা থেকে দেখেছি সাধারণত স্বামী-স্ত্রীরাই রেস্তোরাঁয় আসেন। তাদের সঙ্গে বয়স্ক বাবা-মায়েদের কখনো দেখা যায় না। দিন দিন বাবা-মায়েদের প্রতি ছেলে-মেয়েদের দায়বদ্ধতাও অনেক কমে যাচ্ছে। আমরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এইরকম চিন্তা-ভাবনা থেকেই বিষয়টা মাথায় এসেছিল। এর দুটো দিক আছে। একটা সামাজিক আর একটা ব্যবসায়িক।”

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে পশ্চিমবঙ্গের হাওড়ার উলুবেড়িয়ায় চালু হয়েছে এই রেস্তোরাঁ। এতদিন নানা ধরনের অফার চলেছে। কতৃপক্ষ জানিয়েছে, আগামী ডিসেম্বর পর্যন্ত নতুন ২০ শতাংশের ছাড়ের অফার জারি থাকবে। গত ২৩ জানুয়ারী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিন থেকে শুরু হয়েছে এই বিশেষ অফার। অনুলিখন : হ্যাপি আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়