শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৫ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরে এত উন্নয়ন হয়েছে, যা বিগত ২০ বছরেও হয়নি, বললেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চসিক ২ হাজার ৫শ’ ৫০ কোটি টাকার উন্নয়্ন কাজ করেছে নগরে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নের জন্য।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে ৪টি উন্নয়ন প্রকল্প কাজ উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে সিটি মেয়র বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নগরের প্রতিটি ওয়ার্ডে রাস্তা-ঘাট, কালভার্ট, ব্রিজ ও ফুটপাত নির্মাণ করা হয়েছে। নগরে এত উন্নয়ন কাজ হয়েছে, যা বিগত ২০ বছরেরও হয়নি।

সিটি মেয়র আরও বলেন, বিজয়নগর রাস্তার উন্নয়নে ১৫ কোটি ৬১ লাখ ৬৪ হাজার ৯শ’ টাকা, নিজাম মার্কেট আরসিসি ড্রেন নির্মাণ, গুপ্তখাল মাইজপাড়া সড়ক ও চরপাড়া রোড উন্নয়নে ১০ কোটি ৫৫ লাখ ৬৮ হাজার টাকা ব্যয় করা হবে।  জাইকার অর্থায়নে এ চার প্রকল্প বাস্তবায়িত হবে।

চসিক কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চসিক সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহানুর বেগম, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, ইউএনডিপির ক্লাস্টার নেত্রী তসলিমা আকতার, রাজনীতিক মো. জাবেদ, জামে মসজিদ কমিটির সভাপতি সোলায়মান মেম্বার, জামে মসজিদের সাধারণ সম্পাদকসহ আরও অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কামরুল হাসান সোহেল ও মো. ফজল করিম। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়