শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩৫ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা জেলা প্রশাসকের নেতৃত্বে ৩১ সদস্যরপ্রতিনিধি দলের ভারত গমন

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি : বাংলাদেশ ও ভারতের মধ্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট পর্যায়ে সম্মেলনে অংশগ্রহণ করার জন্য ভারতে পৌছেছে বাংলাদেশের প্রতিনিধি দল। বৃহস্পতিবার ও শুক্রবার এ দুই দিনের সম্মেলনে বাংলাদেশের চারটি জেলার নেতৃত্বে রয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক মো:আবুল ফজল মীর।

কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভারতের ত্রিপুরায় আগামী ৫ ও ৬ ফ্রেবুয়ারি বাংলাদেশ-ভারত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সম্মেলন (ক্লাস্টার-৫ ও ক্লাস্টার-৬) এ অংশগ্রহণের উদ্দেশ্যে বিকেলে আখাউড়া সীমান্তে ভারতে প্রবেশ করে। ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশের প্রতিনিধি দলকে পশ্চিম ত্রিপুরার জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর ভারতের টিম লিডার হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানান।

ক্লাস্টার-৫ এ বাংলাদেশের ৪টি জেলার সাথে ভারতের ৩টি জেলার সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জেলাগুলো হলো কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার। কুমিল্লার জেলাপ্রশাসক মো:আবুল ফজল মীর টিম লিডার হিসেবে নেতৃত্ব দেন।

বাংলাদেশের হয়ে ৪টি জেলার জেলাপ্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ক্যাস্টমস এর কমিশনার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালকগণ মিলে মোট ৩১ জন রয়েছেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়