শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪৯ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদো মাঠে না নামায় ২৮০ ইউরো ক্ষতিপূরণ পেলেন মামলা করা দুই দর্শক

স্পোর্টস ডেস্ক : গত বছর সিউলে অনুষ্ঠিত একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়ার কথা ছিলো পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর। কিন্তু ওই দিন তিনি মাঠে নামেননি। যার কারণে ক্ষতিপূরণ চেয়ে আয়োজকদের বিরুদ্ধে মামলা করেছে দুই দর্শক। দর্শকদের ক্ষতিপূরণ দিতে আয়োজকদেরকে নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত।

গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে অল স্টার্স ও জুভেন্টাসের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ৬৫ হাজার দর্শকের উপস্থিতিতে সে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছিলো।

রোনালদো দলের সঙ্গে থাকলেও সে ম্যাচে সাইড বেঞ্চে বসে ছিলেন। ফলে তার খেলা দেখা থেকে বঞ্চিত হয় দর্শকরা। অথচ পর্তুগিজ এই তারকাকে দেখিয়েই ম্যাচের প্রচারকাজ চালিয়েছিলো আয়োজক প্রতিষ্ঠান দ্য ফাস্টা।

মাত্র তিন মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছিলো সে ম্যাচের সব টিকেট। কিন্তু তাদের প্রত্যাশা পূরণ না হওয়ায় ক্ষিপ্ত দুই সমর্থক ভুয়া বিজ্ঞাপন প্রচারের অভিযোগে আদালতে মামলা করলে আদালত ক্ষতিপূরণ হিসেবে ওই দুই দর্শককে ২৮০ ইউরো বা দক্ষিণ কোরিয়ান মুদ্রায় ৩ লাখ ৭১ হাজার ওন জরিমানা দেয়ার নির্দেশ দেন।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নাপের রিপোর্টে বলা হয়েছে, রোনালদো বা তার ক্লাবের বিরুদ্ধে কোনো নির্দেশনা দেয়নি ওই আদালত।

রোনালদো না খেলায় হতাশ কোরিয়ার দর্শকরা সরব হয়ে উঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রতিশ্রুতি রক্ষা না করায় অনেকেই এর ক্ষতিপূরণ দাবি করে। এক দর্শক লিখেছেন, ‘তিনি (রোনালদো) যদি ১০ মিনিটও খেলতে নামতেন, তাহলে সবাই খুশি মনে বাড়ি ফিরে যেতো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়