শিরোনাম

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৩৩ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা ভাইরাসের সব তথ্য অ্যাপেই মিলবে

জেবা আফরোজ: চীনের করোনা ভাইরাস দিন দিন মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। এশিয়ার দেশগুলোতে এ নিয়ে চলছে আতঙ্ক। দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তাইওয়ানে বসবাসরত দুই ফরাসি অ্যাপ ডেভেলপার কেভিন ও মিশেল ‘করোনাভাইরাস’একটি অ্যাপ তৈরি করেছে। আগামী নিউজ
ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন ও সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন থেকে এই অ্যাপটির জন্য তথ্য নেওয়া হচ্ছে। ‘করোনাভাইরাস’ অ্যাপটিতে ঢুকলেই ম্যাপ দেখা যাবে। সেখানে যে সকল জায়গায় করোনা ভাইরাস ছড়িয়ে আছে সে জায়গাগুলো বৃত্তাকারে চিহ্নিত করা হয়েছে।

 

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যে প্রদেশে বা শহরে বেশি, সেখানে বৃত্তের আকার বড়। ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা আছে ডিসপ্লের ডান দিকে। এ পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে এবং কতজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে তার তথ্য রয়েছে।

 

অ্যাপটিতে আরো অনেক সুবিধা রয়েছে। আপনি চাইলেই সার্চ করে কোন দেশে কতজন আক্রান্ত হয়েছে তা জেনে নিতে পারেন। এমনকি ‘ডেথ’ সেকশনে গিয়ে কোন এলাকায় কতজন মারা গেছে সেটাও জানতে পারবেন। এছাড়া ডিসপ্লের বাম দিকে থাকা ‘স্টোরিজ’ সেকশন থেকে করোনা ভাইরাস সংক্রান্ত সব টুইটও দেখতে পারবেন।
অ্যাপের সঙ্গে ‘অ্যাড মিসিং রিজিওন’ নামের একটি সেকশন রয়েছে। এতে ক্লিক করলে একটি গুগল ফর্ম দেখা যাবে। কোনো এলাকার তথ্য অ্যাপটিতে যুক্ত করা না থাকলে ফর্মটি পূরণ করে অ্যাপে সে তথ্য যুক্ত করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়