শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান সফর করে মাশরাফির সঙ্গে বৈঠক করবেন ডোমিঙ্গো, জানালেন আকরাম খান

শিউলী আক্তার : এখনো অবসরের ঘোষণা দেননি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইংল্যান্ড বিশ্বকাপের পর ২২ গজেও তাকে দেখা যায়নি। যার কারণে টাইগারদের নতুন কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গে এখনো কাজ করা হয়নি তার। মাশরাফির বর্তমান ভাবনা কি সেটা জানার জন্য পাকিস্তান সফর করে প্রধান কোচ বৈঠক করবেন, জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান।

পাকিস্তান সফরের পর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ আছে। মূলত সেই সিরিজ সম্পর্কে কথা বলবেন ডোমিঙ্গো। আকরাম বলেন, ‘আমাদের কোচ পাকিস্তান থেকে ফেরার পর মাশরাফির সঙ্গে বসবেন। তিনি কী ভাবছেন জিম্বাবুয়ে সিরিজ সম্পর্কে এটা নিয়ে কথা বলবেন।’

গত শুক্রবার (৩১ জানুয়ারি) অবশ্য মাশরাফির সঙ্গে আলোচনায় বসেন ডোমিঙ্গো। সেই আলোচনায় উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও। যদিও অসমাপ্ত ছিলো সেই আলোচনা।

আকরাম আরো বলেন, ‘গত শুক্রবারে আমাদের কোচ এবং প্রধান নির্বাচক অবশ্য মাশরাফির সঙ্গে আলোচনা করেছেন। কিন্তু সেই আলোচনা অসমাপ্ত রয়ে গিয়েছে। আমাদের তার কাছ থেকে সবকিছু পরিষ্কার হয়ে নেয়া উচিত। কিন্তু তিনি তেমন কিছুই বলেননি মিটিংয়ে।’

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে পহেলা মার্চ। এর আগে দুই দল একটি টেস্ট খেলবে। ওয়ানডে সিরিজের পর অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়