শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২৪ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্তদের দুই-তৃতীয়াংশই পুরুষ, ৮০% মৃতেরই বয়স ৬০!

রাশিদ রিয়াজ : চীনের ন্যাশনাল হেলথ কমিশনের অফিসার জিয়াও ইয়াহুই জানান, মৃতদের সংখ্যা গরিষ্ঠই কিন্তু পুরুষ। দুই-তৃতীয়াংশই পুরুষ। সেখানে মহিলা এক-তৃতীয়াংশ। আবার যত জন মারা গিয়েছেন, তাঁর ৮০ শতাংশেরই বয়স ষাটের আশপাশে। আরও দেখা যাচ্ছে, মৃতদের মধ্যে ৭৫ শতাংশেরই কোনও না কোনও অসুখ ছিল। হয় হার্টের অসুখ, কারও আবার ডায়াবেটিস, কেউ ভুগছিলেন টিউমারে।

বিশেষ সমীক্ষায় দেখা গিয়েছে, করোনাভাইরাসে আক্রান্তদের দুই-তৃতীয়াংশই পুরুষ। এ পর্যন্ত যত জন এই চিনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন, তার ৮০ শতাংশের বয়স আবার ৬০ বছর। কেন ৬০ বছর বয়সিরাই সবচেয়ে বেশি মারণ এই ভাররাসে মারা যাচ্ছেন, তা আরও বেশি করে গবেষণার দাবি রাখে। চিনের সরকারি একটি সূত্রে খবর, সোমবার, ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে করোনার বলি ৪২৬ জন। রোজই মৃতের এই সংখ্যা লাফিয়ে বাড়ছে। আক্রান্তের সংখ্যা আরও ২০, ৫২২।

চীনের হুবেই ও উহান হল করোনাভাইরাস সংক্রমণের আঁতুড়ঘর। এখনও পর্যন্ত সর্বাধিক এই দুই জায়গাতেই মারা গিয়েছে। তিনি জানান, চীনের বিভিন্ন হাসপাতালে আক্রান্তদের ৫-২০ দিন রাখা হচ্ছে। হাইনান প্রদেশে আক্রান্তদের গড়ে ৫ দিন হাসপাতালে রেখে, সুস্থ করে ছেড়ে দেওয়া হচ্ছে। সেখানে হুবেইয়ের হাসপাতালে গড়ে এক-একজনকে ২০ দিন করে পর্যবেক্ষণে রেখে দেওয়া হয়। এইসময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়