শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় ধরনের পরিবর্তন আসছে ভারতীয় সামরিক বাহিনীতে, গঠিত হবে সম্মিলিত কম্যান্ড

ইয়াসিন আরাফাত : ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত জানিয়েছেন, সেনা, নৌ এবং বিমান বাহিনীর আলাদা আলাদা কম্যান্ড আর নয়।  দেশের প্রত্যেকটি প্রান্তের জন্য তৈরি হতে চলেছে ইন্টিগ্রেটেড বা সংযুক্ত কম্যান্ড। এছাড়াও যে কোনও পরিস্থিতির মোকাবিলা বা যে কোনও মুহূর্তে অভিযানের জন্য বাহিনীকে সর্বক্ষণ প্রস্তুত রাখতে বড় ধরনের  পরিবর্তন আসতে চলেছে ভারতীয় সামরিক বাহিনীতে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তন ইতিহাসে বৃহত্তম কাঠামোগত পরিবর্তন।

সেনাবাহিনীর প্রধান পদ থেকে অবসর নেওয়ার পরে দেশের প্রথম সিডিএস পদে বসেন জেনারেল বিপিন রাওয়াত। দায়িত্ব নেয়ার পরে এই প্রথম বার সামরিক বাহিনীর পরবর্তী পরিকল্পনা নিয়ে মুখ খুললেন তিনি। রাওয়াত জানান, ৩ বাহিনীকে ‘একটি অবিচ্ছিন্ন সশস্ত্র বাহিনী’তে পরিণত করাই তার মূল লক্ষ্য। নতুন যে ‘মিলিটারি কম্যান্ড’গুলো তৈরি হতে চলেছে, সেগু্লোতে ৩ বাহিনীর সব রকমের যুদ্ধক্ষমতা, পরিবহণ ব্যবস্থা এবং লোকবলকে একছাতার নিচে আনা হবে বলেও জানান তিনি।

জেনারেল রাওয়াত আরও জানান, খরচ কমিয়ে আনতে, লোকবল সংহত করতে এবং তিন বাহিনীকে একটি সংযুক্ত বাহিনী হিসেবে কাজ করাতেই ‘ইন্টিগ্রেটেড মিলিটারি কম্যান্ড’ তৈরি করা হচ্ছে।

সেনা সূত্রে জানা গেছে, সিডিএস জেনারেল বিপিন রাওয়াত ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বৈঠক করেছেন তিন বাহিনীর প্রধানের সঙ্গে। অভিন্ন বাহিনী হিসেবে কাজ করার প্রক্রিয়া তিন বাহিনীর সামনেই স্পষ্ট করেত তুলতে কয়েকটি প্রস্তুতি মূলক কাজও করেছেন তারা। গোটা প্রক্রিয়া সম্পূর্ণ হতে বছর তিনেক সময় লাগবে বলেও জানায় সেনা সূত্র।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়