শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৩ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে অবরুদ্ধ করা হলো আরও এক শহর, কোয়ারেন্টাইনে ১ কোটি ২০ লাখ মানুষ  

ইয়াসিন আরাফাত : মঙ্গলবার দেশটির সাংহাই থেকে ১০০ মাইল দূরের হাংঝু শহরকে অবরুদ্ধ ঘোষণা করেছে চীন সরকার। এর ফলে দেশটির আরও প্রায়  ১ কোটি ২০ লাখ মানুষ এখন গৃহে বন্দি। কোয়ারেন্টাইন অবস্থার মধ্য দিয়ে জীবন যাপন করছে তারা। ডেইলি মেইল

সাংহাই থেকে হাংঝু শহরের দূরত্ব ১১০ মাইল। শহরটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে অন্তত দুইশ মানুষ আক্রান্ত হওয়া ছাড়াও একজন মারা গেছেন। হাংঝু শহরটি চীনের ঝেঝিয়াং প্রদেশের রাজধানী। ঝেঝিয়াং প্রদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৮২৯ জনকে শনাক্ত করা হয়েছে, যা হুবেই প্রদেশের পর সর্বোচ্চ।

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এর ফলে দেশটিতে অবরুদ্ধ শহর আর মানুষের সংখ্যা বাড়েই চলেছে।  চীনের তাইঝু, হাংঝু এবং নিংবো শহরের লোকজন জানিয়েছেন, তাদের অবস্থা এখন অবরুদ্ধ। প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনার জন্য প্রতি দুদিন অন্তর প্রত্যেক পরিবার থেকে মাত্র একজনকে বাইরে বের হতে দেয়া হচ্ছে।

এর আগে গত রোববার ঝেঝিয়াং প্রদেশের বন্দর ও শিল্পনগরী হিসেবে পরিচিত ওয়েনঝুতেও একই নিষেধাজ্ঞা জারি করা হয়। শহরটির মোট জনসংখ্যা ৯ কোটির মতো। ওই শহরের বাসিন্দাদের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা ছাড়াও সব সড়ক বন্ধ করে দেয়া হয়েছে।

চীনেও হুবেই প্রদেশের রাজধানী শহর উহান থেকে করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, উহানের একটি বন্যপ্রাণীর বাজার থেকে এর উৎপত্তি। গোটা চীনে ২০ হাজারের বেশি মানুষ এখন নভেল করোনাভাইরাস নামের নতুন এই ভাইরাসে আক্রান্ত। এতে আক্রান্ত হয়ে ৪২৫ জন মারা গেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়