শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৫৬ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে দুই পেশাদার গরুচোর আটক

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১লক্ষ ৩০হাজার টাকা মূল্যের ১টি অষ্ট্রেলিয়ান চোরা গরু ও গরুচুরি কাজে ব্যবহৃত একটি পিক আপ ভ্যানসহ ২ জন পেশাদার গরু চোরকে আটক করা হয়েছে।

জেলা গোয়েন্দা কার্যালয়সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) রাত অনুমানিক ৩টা ৫০ মিনিটে বগুড়া চারমাথা বাসষ্ট্যাণ্ড টু দুপচাঁচিয়া আঞ্চলিক সড়কের চারমাথা সেঞ্চুরি হোটেলের সামনে গরুসহ ১টি পিকআপ ভ্যান করে সংঘবদ্ধ পেশাদার চোরের একটি দল চুরি করে যাওয়ার সময় স্থানীয় মানুষের সন্দেহ হলে ডিবি পুলিশকে খবর দেয়। এসময় ডিবি পুলিশ তাদের পিকআপ ভ্যানের গতিরোধ করে পিকআপ ভ্যান তল্লাশী শুরু করলে একপর্যায়ে ওই পিকআপ ভ্যানে থাকা গরুসহ তালা কাটা যন্ত্র, বেশ কয়েকটি লোহার রড ও চুরির আলামত ড্রাইভারের সিটের নিচ থেকে উদ্ধার করে। আটকৃত ২ চোরেরা হলেন, কাহালু উপজেলার শিকর গ্রামের আলমগীর হোসেনের পুত্র সালাম প্রাং (২৭) ও একই এলাকার বাসিন্দা তাফসের হোসেনের পুত্র মোঃ ইউনুস (৩০)। আটকৃত ২ চোরের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। চোরাই গরু উদ্ধার কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো- ন-১৯-১১২৫) উদ্ধার করে। বগুড়া জেলা গোয়েন্দা অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী (বিপিএম) জানান, গরুসহ আটককৃত পিকআপ ভ্যান জব্দ করে আসামীদের মামলা রুজু করে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়