শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪১ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাইবান্ধায় সেচ নালা বন্ধ করে দেয়ায় ২০ একর জমিতে ধান চাষ অনিশ্চিত

রফিকুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম উদাখালী গ্রামে প্রতিপক্ষের লোকজন অগভীর নলকূপের সেচ নালা (ড্রেন) বন্ধ করে দেয়ায় তাদের জমিতে সেচ দিতে পারছে না কতিপয় কৃষক ফলে ওই স্থানে প্রায় ২০ একর জমিতে বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট কৃষকরা এ পরিস্থিতিতে প্রতিকার চেয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। তারা জানান, প্রায় ১৫ বছর ধরে স্থানীয় জাহিদুল ইসলামের অগভীর নলকূপ হতে পানি নিয়ে পশ্চিম উদাখালী ও চুনিয়াকান্দি গ্রামের প্রায় ২০ একর তারা জমিতে সেচ দিয়ে আমন ও বোরো ধান চাষ করে আসছিলেন।

গত ১৫ জানুয়ারি সংশ্লিষ্ট এলাকার মতিয়ার রহমান ও তার লোকজন দীর্ঘদিন ধরে ব্যবহৃত ওই সেচ নালাটি হঠাৎ করে মাটি দিয়ে ভরাট করে বন্ধ করে দেয়। এতে সংশ্লিষ্ট ভুক্তভোগী কৃষকসহ গ্রামের লোকজন তাদের নিষেধ করলেও তা গায়ে না মেখে মতিয়ার রহমান সেচ নালা বন্ধের কাজ রাখে। ফলে চলতি বোরো মৌসুমে প্রায় ২০ একর জমিতে পানি সেচের অভাবে বোরো ধান চাষে অনিশ্চয়তা চলছে।

স্থানীয় কৃষক খায়রু ইসলাম বলেন, প্রশাসনের হস্তক্ষেপে সেচ নালাটি পুনরায় চালু করা না গেলে আমরা জমিগুলোতে বোরো ধান লাগাতে পারবো না। ফলে আমরা প্রায় ৩৫ জন কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বো। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান দোলন বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। দ্রত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়