শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২৯ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহিনবাগকে ইস্যু করেই অমিত শাহ দিল্লির নির্বাচন লড়তে চান, অভিযোগ কেজরিওয়ালের

মশিউর অর্ণব: একান্ত সাক্ষাৎকারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, ক্ষমতাসীন বিজেপি সরকার চাইলেই শাহিনবাগের বিক্ষোভ বন্ধ করতে পারতো, কিন্তু ইচ্ছাকৃতভাবেই তারা সেটি করেনি। শাহিনবাগ ইস্যুটির সমাধান করতে বিজেপি আদৌ আগ্রহী নয় বলেও জানান তিনি। এনডিটিভি

আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। দিল্লির নির্বাচনে লড়ার জন্য শাহিনবাগ ছাড়া বিজেপির হাতে আর কোনও ইস্যু নেই বলে জানান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ‘যদি পুলিশের ওপর নিয়ন্ত্রণ থাকতো, তবে আমরা ২ ঘণ্টার মধ্যে ঐ এলাকা সাফ করে দিতাম। বিজেপি এখন অন্য কিছু নিয়ে কথা বলবেনা, কারণ তাদের কথা বলার মতো আর কিছু নেই। শুধু শাহিনবাগ, শাহিনবাগ, শাহিনবাগ, হিন্দু-মুসলিম, হিন্দু-মুসলিম, হিন্দু-মুসলিম এবং পাকিস্তান, পাকিস্তান।’

সম্প্রতি বিজেপির এক নেতা কেজরিওয়ালকে সন্ত্রাসবাদী হিসবে উল্লেখ করার জবাবে তিনি বলেন, ‘আমি কীভাবে একজন সন্ত্রাসবাদী হই? জনগণের সেবার জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি। দিল্লির জনগণের পরিবারের বড় ছেলে হিসাবে কাজ করেছি। তারা যাতে বিনাখরচে পানীয় জল, বিদ্যুৎ, স্কুল এবং হাসপাতালের সুযোগসুবিধা পায়, সেই লক্ষ্যে আমি কাজ করেছি। এখন আমার বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন, সেটি ঠিক করবেন দিল্লির মানুষ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়