শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাধ্যমিক পরীক্ষায় অসদাচরণের দায়ে শিক্ষার্থী-শিক্ষকের জরিমানা ও দণ্ড

হায়াত মাহমুদ: মঙ্গলবার ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বনের দায়ে বেশ কয়েকজন পরীক্ষার্থী ও পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকের বিভিন্ন মেয়াদে সাজার খবর পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি তৌহিদুর রহমান নিটল জানিয়েছেন, জেলার আশুগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন সময়ে দাখিল পরীক্ষার্থীদের এমসিকিউ এর উত্তর সরবরাহ করার দায়ে পাঁচ শিক্ষকের প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার স্কুল এন্ড কলেজের মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনাটি ঘটে। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিমুল হায়দার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী সুপার মো. মাজহারুল ইসলাম (৪২) একই মাদ্রাসার সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম (৩৫), খোলাপাড়া ওমেদ আলী শাহ দাখিল মাদ্রাসার সহকারী সুপার মো. মহিউদ্দিন (৩৮), তালশহর করিমিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক কবির হোসেন (৪০) ও সরাইল উপজেলার পানিস্বর মাদেনিয়া গাউছিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার আব্বাস আলী (৫০)।

টাঙ্গাইলের মির্জাপুর প্রতিনিধি জানান, মির্জাপুরে একটি কেন্দ্রে নানা অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিবসহ দুই শিক্ষককে ১৫ দিনের সাজা দেয়া হয়েছে। এছাড়া আসন পরিবর্তন করে পরীক্ষা দেয়ার অপরাধে দুই ছাত্রকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার সকালে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে উপজেলার বাঁশতৈল কেন্দ্রের খলিলুর রহমান ডিগ্রী কলেজ ভেন্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ সাজা দেন। সাজাপ্রাপ্ত শিক্ষকরা হলেন, মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাঁশতৈল মুনসুর আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমরান হোসেন ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম। বহিস্কৃত দুই শিক্ষার্থী হলো সবুজ আল মামুন ও মমিত। তারা বাঁশতৈল মুনসুর আলী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।

টাঙ্গাইল প্রতিনিধি এম শহীদুল ইসলাম জানান, জেলার বাসাইলে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। সোমবার রাতে বাসাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে নাঈম সিদ্দিকী (১৭) নামের ওই তরুণকে আটক করা হয়। নাঈম সিদ্দিকী উপজেলার বার্থা উত্তরপাড়া গ্রামের আবু আশরাফের ছেলে। র‌্যাব-১২, সিপিসি-৩ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শফিকুর রহমান বলেন, ‘নাঈম একজন ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সক্রিয় সদস্য। চলতি এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দিয়ে বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা আদায় করতো।পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০টি স্ক্রীন শর্ট, ১টি মোবাইল ফোন, ৩টি সিম কার্ড এবং নগদ ১৫শ’ ৮০ টকা উদ্ধার করা হয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়