শিরোনাম

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫৯ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে প্রথম করোনাভাইরাস সনাক্তকারী চিকিৎসক লি এখন নিজেই অসুস্থ

দেবদুলাল মুন্না : সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৩০ ডিসেম্বর চিকিৎসকদের একটি চ্যাট গ্রুপে ডা. লি জানিয়েছিলেন যে, স্থানীয় একটি সামুদ্রিক খাবার বিক্রির বাজারের সঙ্গে সংশ্লিষ্ট সাতজন একটি বিশেষ ধরনের ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর তিনি পেয়েছেন। এটি অনেকটা সার্সের মতো। তিনি সেখানে ব্যাখ্যা করে নিচের বন্ধুদের সতর্ক করে বলেন যে, তার গবেষণা অনুযায়ী এটি আসলে করোনাভাইরাস।

পরে তাকে নিরাপত্তাবাহিনীর সদস্যরা এসব অপপ্রচার চালাতে নিষেধ করে এবং গ্রেপ্তারের ভয় দেখায়।

জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে চিকিৎসক লি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কথা জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি চিঠি দেন। এ সময়ের মধ্যে কর্তৃপক্ষ তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। তবে সে ঘটনাটিও দেরিতে ঘটে। ডা. লি বলেন , ‘শুরুতেই আমার পরামর্শ নিলে এতো বড়ো ক্ষতি হতো না।’

গত শনিবার ডা. লি’র সংক্রমণ ধরা পড়ে। এখন স্থানীয় একটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়