শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৭ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লি নির্বাচনের জরিপ : ৭০টি আসনের মধ্যে এএপি পাবে ৫৪-৬০টি, বিজেপি ১০-১৪টি, কংগ্রেস পেতে পারে সর্বোচ্চ দুইটি

সিরাজুল ইসলাম : টাইমস পোল নাউ এ জরিপ সোমবার প্রকাশ করেছে। টাইমস অব ইন্ডিয়া

জরিপে আরও বলা হয়েছে, অন্যান্য দল এখানে কোনও আসন পাবে না।

এ নির্বাচনে আম আদমি পার্টি (এএপি) পাবে ৫২ শতাংশ ভোট, বিজেপি পাবে ৩৪ শতাংশ, কংগ্রেস পাবে ৪ শতাংশ, অন্যান্য দল ১ শতাংশ এবং সিদ্ধান্তহীন রয়েছেন ৯ শতাংশ ভোটার।

যদি রাজধানীতে এখন লোকসভা নির্বাচন হয়, তাহলে বিজেপি পাবে ৭টি আসন। গত নির্বাচনেও এই কয়টি আসনে বিজয়ী হয়েছিলো দলটি।

২০১৫ সালের নির্বাচনের পর এএপির জন সমর্থন কমেছে ২ দশকি ৫ শতাংশ এবং বিজেপির বেড়েছে ১ দশকি ৭ শতাংশ।

গত লোকসভা নির্বাচনে এখানে বিজেপি ৪৬ শতাংশ এবং এএপি পেয়েছিলো ৩৮ শতাংশ ভোট।

জরিপে অংশ নেওয়া ৭৫ শতাংশ লোক নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করেন। একই পদের জন্য রাহুল গান্ধীকে সমর্থন করেন ৮ শতাংশ মানুষ।

সংশোধিত নাগরিকত্ব আইনকে সঠিক মনে করেন ৭১ শতাংশ মানুষ। ৫২ শতাংশ মানুষ শাহীনবাগ অবরোধের বিপক্ষে এবং ২৫ শতাংশ মানুষ আন্দোলনকে সমর্থন করেন।

১৮টি পয়েন্টের ওপর এ জরিপ চালানো হয়। ২৭ জানুয়ারি থেকে ১ ফ্রেব্রুয়ারি পর্যন্ত ৭ হাজার ৩২১ জন এতে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়