শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৪ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতি বছর দেশে এক লাখ ৫০ হাজার মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, তথ্য আইএআরসি

শাহীন খন্দকার : আজ বিশ্ব ক্যান্সার দিবস। এবারের ক্যান্সার দিবসের প্রতিপাদ্য হলো- “আমরা পারি ,আমি পারি” ব্যক্তি ও সমাজের মিলিত পদক্ষেপে ক্যান্সার প্রতিরোধে লড়াইয়ে। শনাক্তকরণ ও চিকিৎসা নিশ্চিত করতে সবার সক্রিয় অংশ গ্রহণ প্রয়োজন। এই ভাবনা থেকেই এই স্লোগান ।

সারা বিশ্বের মতো মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দেশে পালিত হচ্ছে বিশ্ব ক্যানসার দিবস-২০২০। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের (আইএআরসি) এক পরিসংখ্যানের তথ্য মতে, প্রতি বছর বাংলাদেশে এক লাখ ৫০ হাজার মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে ১ লাখ ৮ হাজারই মারা যান।

বিশ্ব ক্যানসার দিবস-২০২০ উপলক্ষ্যে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেন জানান, সকালে শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়েছে। এছাড়াও আলোচনা সভা ও ক্যান্সার রোগী ও সারভাইভারদের অংশ গ্রহণে ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করে দিবসটি পালন করা হচ্ছে।

গ্লোবোক্যানের তথ্য মতে, সারা বিশ্বে ২০১৮ সালে এক কোটি ৮০ লাখ ৭৮ হাজার ৯শ’ ৫৭ জন ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৯৫ লাখ ৫৫ হাজার ২৭ জন। মারা যাওয়াদের মধ্যে ফুসফুস ক্যান্সারে মারা গেছে ১৭ লাখ ৮১ হাজার ৭ জন, যা মোট মৃত্যু সংখ্যার ১৮ দশমিক চার ভাগ, কোলোরেক্টাম ক্যান্সারে মারা গেছে ৮ লাখ ৮০ হাজার ৭শ’ ৯২ জন। স্টোমাকের ক্যান্সারে মারা গেছে ৭ লাখ ৮২ হাজার ৬শ’ ৮৫ জন, যা মোট মৃত্যুর আট দশমিক দুই ভাগ, লিভার ক্যান্সারে মারা গেছে ৭ লাখ ৮১ হাজার ৬শ’ ৩১ জন, যা মোট মৃত্যুর আট দশমিক দুই ভাগ, ব্রেস্ট ক্যান্সারে ৬ লাখ ২৬ হাজার ৬শ’ ৭৯ জন মারা গেছে, যা মোট মৃত্যুর ৬ দশমিক ছয় ভাগ, ইসোফেগাস (খাদ্যনালী) ক্যান্সারে মারা গেছে ৫ লাখ ৮ হাজার ৫শ’ ৮৫ জন, প্যানক্রিয়াস ক্যান্সারে ৪ লাখ ৩২ হাজার ২শ’ ৪২ জন মারা গেছে এবং অন্য ক্যান্সারে ৩৪ লাখ ২২ হাজার ৪শ ১৭ জন । এ ব্যাপারে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ক্যান্সার বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমন বলেন, দেশে ক্যান্সার রোগীর সংখ্যা অনেক বেশি। আমাদের নিজস্ব কোনও ডাটা নেই। এদেশে ক্যান্সার রোগীর চিকিৎসা নেওয়ার সুযোগ খুবই কম।

তিনি বলেন, এইসব রোগীরা চিকিৎসকের কাছে যায় অনেক দেরিতে। আর্থিক অসচ্ছলতার কারণে খুব সহজে চিকিৎসা নিতে পারে না। পৃথিবীর বিভিন্ন দেশ ক্যান্সারের চিকিৎসার যেসব পদ্ধতি ফলো করে, আমরা এখন সেগুলো ফলো করছি। তবে সেই সংখ্যাটা খুবই কম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়