শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪২ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার আইআইইউসিতে শিক্ষক পেটালো কথিত ছাত্রলীগ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: অনৈতিক সুবিধা না দেওয়ায় চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) ইলেকট্রিক্যাল এন্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়্যারম্যান ড. শামীমুল হক চৌধুরীকে মারধরের অভিযোগ উঠেছে আইআইইউসির কয়েকজন কথিত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। চট্টগ্রাম প্রতিদিন

সংশ্লিষ্ট শিক্ষকরা জানান, পরীক্ষার হলে নকলে বাধা, অনৈতিক আবদার ফিরিয়ে দেওয়াসহ বিভিন্ন কারণে সৃষ্টি হওয়া দীর্ঘদিনের ক্ষোভের কারণেই নিজেদের কর্তৃত্ব জাহির করতে এই হামলা চালিয়েছে ছাত্রলীগ নামধারী কয়েকজন যুবক। তবে অভিযুক্তদের দাবি, মারধর নয়, দাবি-দাওয়ার বাস্তবায়ন না হওয়ায় সামান্য ‘উচ্চবাক্য’ বিনিময় হয়েছে ওই শিক্ষকের সঙ্গে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ক্যাম্পাসের একটি ভবন থেকে কয়েকজন যুবক ওই শিক্ষককে ডেকে নিয়ে আসছে। এরপর ওই শিক্ষককে মারধর করতে উদ্যত হয় কথিত ছাত্রলীগ নেতা ডলার এবং উচো মারমার নেতৃত্বে বেশ কয়েকজন যুবক।

ইইই ডিপার্টমেন্টের চেয়্যারম্যান ড. শামীমুল হক চৌধুরী জানান, ‘মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ছাত্রলীগ নামধারী বেশ কয়েকজন যুবক এই হামলা চালায়।’ তিনি জানান, পরীক্ষায় নকল করতে দেওয়াসহ দীর্ঘদিন ধরেই নানা অনৈতিক আবদার করে আসছিল অভিযুক্তরা। কিন্তু বারবার অনৈতিক প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় পরিকল্পিতভাবে তার ওপর এমন হামলা চালানো হয়।

অভিযোগ উঠেছে, শিক্ষকের ওপর হামলার পরিকল্পনাকারী উচো মারমা ক্যাম্পাসে ছাত্র নির্যাতন, ছিনতাইসহ জড়িত আছেন পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গেও। ২০১৬ সালের দিকে উচো মারমা সিএসই ডিপার্টমেন্টের তৎকালীন ওমর (রা.) হলে থাকাকালীন তিনি পাহাড়িদের স্বাধীনতা তথা পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো নিয়ে আলাদা স্বাধীন দেশ জুম্মল্যান্ড গঠনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত লিখতেন বলে অভিযোগ পাওয়া গেলেও চট্টগ্রাম প্রতিদিন এর সত্যতা যাচাই করতে পারেনি।

রাজনৈতিক কোন পদ-পদবি না থাকলেও নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয় দেওয়া জুবায়ের ইসলাম ডলার নামের আরেক যুবক শিক্ষকের ওপর হামলার অভিযোগ প্রত্যাখান করে বলেন, ‘ওই শিক্ষকের সাথে হাতাহাতি হয়নি, এগুলা পুরা ফাউ কথা। উনি সবার সামনে খারাপ ব্যবহার করায় সামনাসামনি তর্কবিতর্ক হয়েছে।’

তবে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে উচো মারমার যুক্ত থাকার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘ওর পরিচয় একটু আপনাকে দিই— ও বান্দরবান জেলা বঙ্গবন্ধু আইন পরিষদের সেক্রেটারি এবং ওর বাবা বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন।’ৎ

এর আগে ২৭ জানুয়ারি বিকেলে আদনান নামে এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের উসমান (রা.) হলের ৪১৩ নম্বর রুমে আটকে বেধড়ক মারধর করে ছাত্রলীগ নেতা উচো মারমা, রবিউল ও শফিউল। এ ঘটনার পর ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনভর বিশ্ববিদ্যালয়ের সীতাকুণ্ড ক্যাম্পাসে দফায় দফায় মিছিল করেন তারা। অব্যাহত আন্দোলনের মুখে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়