শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২২ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে প্রেমিকার সঙ্গে কথা বলার সময় নিজের বুকে গুলি করলেন কনস্টেবল তপু দেবনাথ

সিরাজুল ইসলাম : আশঙ্কাজনক অবস্থায় বিশ্বনাথ থানার এ পুলিশ সদস্যকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তপু দেবনাথের বাড়ি মৌলভীবাজারের জুড়ি উপজেলার কাশিনগর গ্রামে।

জানা যায়, সোমবার সন্ধ্যায় ডিউটি চলাকালীন নিজের রাইফেল নিয়ে থানার ছাদে যান তপু। সেখানে মোবাইল ফোনে প্রেমিকার সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ নিজের বুকে গুলি চালান তিনি। গুলির শব্দ শুনে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার জরুরি অস্ত্রোপচার করা হয়।
খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, পুলিশ সুপার ফরিদ উদ্দিনসহ পদস্থ কর্মকর্তারা।

হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, ওই পুলিশ সদস্যের বুকের বা পাশে গুলি লেগেছে। গুলিটি ফুসফুস ভেদ করে বেরিয়ে গেছে। অস্ত্রোপচার করে রক্ত বন্ধ করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

একজন অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রেমের সম্পর্কের জের ধরে ওই পুলিশ সদস্য নিজ রাইফেল দিয়ে বুকে গুলি চালান। মেয়েটিকে তার পরিবার মেনে নিচ্ছিল না বলে জানা গেছে। এ কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়