শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংগঠনিক শক্তি নিয়ে আত্মবিশ্বাসী বিএনপি

শাহানুজ্জামান টিটু : নিজেদের সাংগঠনিক দূবর্লতার কথা অস্বীকার করে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম বলেন, প্রায় ৫বছর ধরে আমরা প্রতিবাদ করে আসছি। কিন্তু এতে সরকারের টনক নড়ানো যায়নি। তাই প্রথমবারের মত হরতাল দিয়ে প্রতিরোধ শুরু করা হয়েছে।

সিটি নির্বাচনে মানুষ আরেকটি কলঙ্কজনক নির্বাচন দেখলো। আমাদের প্রস্তুতি ছিলো। কিন্তু সরকারের প্রশাসনের পক্ষপাতিতের কারণে ভোট কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টারা ঢুকতে পারেনি। ভোটের আগের রাতে দলের নেতাকর্মীদের প্রশাসন ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভয়ভীতি শাসিয়ে এলাকা ছাড়া করেছে। কেন্দ্র পাহারা দেবে কিভাবে? যখন রাষ্ট্রের বাহিনী রাষ্ট্রীয় সন্ত্রাস তৈরী করে, সন্ত্রাসীদের সঙ্গে হাত মেলায় তখন তো কিছু করার থাকে না।

দলের সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স বলেন, সমস্যা হলো বিএনপিকে সরকার, পুলিশ, প্রশাসন এবং সরকারদলীয় নেতাকর্মীদের মোকাবিলা করেই টিকে থাকতে হচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসন যদি নূন্যতম নিরপেক্ষতা ও দায়িত্বশীল ভ‚মিকা রাখতো তাহলে ভিন্ন একটি নির্বাচন হতো। তখন নেতাকর্মী পোলিং এজেন্ট সবাই থাকতো।

নির্বাচনের চারদিন আগে থেকেই এলাকায় এলাকায় স্বেতসন্ত্রাস হয়েছে। তারা বাইরে থেকে সন্ত্রাসীদের এনে জড়ো করেছে। তারাই আইনশৃঙ্খলাবাহিনীর সহযোগিতায় ভোট কেন্দ্র দখল করে নিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দল হিসেবে বিএনপির সাংগঠনিক ব্যর্থতা, ভোটারদের উজ্জীবিত করতে না পারা নির্বাচনে হেরে যাওয়ার পেছনে কাজ করছে। দলের নেতাকর্মীদের মনোবল ভেঙ্গে যাওয়ায় তারা নেতাদের উপর আস্থা রাখতে পারছেন না। নেতাকর্মীরা যেখানে আস্থাহীনতা ভোগে সেখানে তাদের ভোটাররা বিএনপির ওপর আস্থা রাখতে পারছেন না। এ কারণে ভোটকেন্দ্রে যাচ্ছেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়