শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪৫ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতন্ত্র রক্ষায় আ.লীগের পরাজয় জরুরী, এতে রাজনীতি দলগুলো উৎসাহ পাবে, বললেন শামীম হায়দার পাটোয়ারী

মিনহাজুল আবেদীন : সোমবার ডিবিসি টিভির অনুষ্ঠানে একথা বলেন তিনি। শামীম হায়দার পাটোয়ারী বলেন, আওয়ামী লীগ ও বিএনপি এবং জাতীয় পার্টির কোনো দলই সিটি নির্বাচনে ভোট দেয়ার জন্য মানুষকে উজ্জীবিত করেনি, এটা সবার ব্যর্থতা। যার কারণে এবারের ইলেকশনে ভোট কেন্দ্রে মানুষের উপস্থিতি কম ছিল।

তিনি বলেন, ভোটারদের ভোট কেন্দ্রে বিমুখ হয়ার মনস্তাত্বিক কারণ বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, মনের দিক থেকে মানুষ আগেই ভেঙ্গে পড়েছে, সরকারি দলের মধ্যে মনোবৃত্তি তৈরি হয়েছে তারা জয়ী হবে, অন্য দিকে সরকারি দলের বাইরের দলগুলো ভাবছে, আমরা কোনো ভাবেই জয়ী হতে পারবো না। এটার বড় ধরণের প্রতিফলন মানুষের মধ্যে প্রভাব বিস্তার করছে। যার ফলে মানুষ ভোট কেন্দ্রে আসছে না।

তিনি আরও বলেন, মানুষকে নিরাসক্ত থেকে বের করতে হবে। এ ব্যপারে নির্বাচন কমিশন এবং প্রত্যেক দলগুলোর কর্মীদের আরো সক্রিয় হতে হবে। না হলে ভবির্ষতে এটি মারাত্বক পর্যায়ে রূপ নিবে এবং ভোট কাঠামো ভেঙ্গে পড়বে।

অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, নির্বাচনের নামে তামাশা হয়েছে, এই তামাশার মধ্যমে জনগণকে আবারও প্রতারিত করা হয়েছে। ঢাকাবাসীর অধিকার কেড়ে নেয়া হয়েছে এবং বাংলাদেশকে একটা অন্ধকারের মধ্যে ফেলে দেয়া হয়েছে। মূলত মানুষের মাঝে হতাশা তৈরি করেছে, সরকারি দলের পক্ষ হয়ে নির্বাচন কমিশন।

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, মানুষ ব্যালট পেলে এখনও আমাদের ভোট দিবে, আমরা দেশের উন্নয়ন করেছি, তাই জনগণ আমাদের পক্ষে রায় দিয়েছে। আমরা স্বচ্ছ নির্বাচন করেছি। বরং বিএনপি মানুষের মধ্যে ভয় ডুকিয়ে দিয়েছে। যা জনগণের মধ্যে ভীতি তৈরি করেছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়