শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:২৪ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব-তামিমের মতো নিজেকে বড় ক্রিকেটার মনে করেন না মুশফিক

শিউলী আক্তার : বাংলাদেশ দলের অন্যতম ভরসার প্রতীক মুশফিকুর রহিম। পাকিস্তান সফরে নিরাপত্তার কারণে পারিবারিক নিষেধাজ্ঞা থাকায় নাম তুলে নিয়েছেন তিনি। তবে সেই সিদ্ধান্তের প্রভাব সুখকর হয়নি তার জন্য। পাকিস্তান সফর থেকে বিরতি নেয়া মুশফিককে এখন জিম্বাবুয়ে সিরিজের টেস্টের জন্যও বিবেচনা করছেন না নির্বাচকরা।

শুধু নির্বাচকরাই নন, মুশফিককে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে একাদশে সুযোগ দেয়া নিয়ে আঁকাবাঁকা কথা বলেছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোও। এই নিয়ে অসন্তোষ দেখা গেছে মুশফিকের কণ্ঠেও।

ক্রিকেট সংবাদমাধ্যম ক্রিকবাজকে তিনি জানিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে না খেলার কোনো কারণ নেই। তবে দলে নিজের অবস্থানকে ‘স্বয়ংক্রিয়’ না ভেবে সবসময়ই নিজেকে পরের সিরিজের জন্য প্রস্তুত করেন বলেও জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

মুশফিক বলেন, ‘আমি সাকিব-তামিমের মতো এতো বড় ক্রিকেটার নই। আমি সবসময় নিজেকে একজন ছোট খেলোয়াড় ভাবি। আমি সবসময়ই বলি, পরের সিরিজে সুযোগ পাওয়া নিয়েই আমার ভাবনা। তাই এটা (নির্বাচক-কোচদের কথা) আমার জন্য বিব্রতকর ছিলো না। বরং তারা যেভাবে ভাবছেন এটা আমার কাছে স্বাভাবিকই মনে হয়েছে।’

মুশফিকের কথায় অভিমান জড়িয়ে আছে কি না, এ নিয়ে আলোচনা হতে পারে। তবে বিসিএলে ভালো করে নিজেকে প্রমাণ করতে মুশফিক কতটা মুখিয়ে আছেন, তা স্পষ্ট বক্তব্যেই।

তিনি বলেন, ‘সেরে উঠার পরপরই আমি বিসিএলে ম্যাচ পাচ্ছি, আমি সেখানে ভালো করার চেষ্টা করবো যাতে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা খুশি হয়ে ওঠেন। তারা যদি মনে করেন আমি দলের শক্তিমত্তা বাড়াতে পারবো, তাহলে আমাকে জিম্বাবুয়ে সিরিজের দলে রাখবেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়