শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিসাইকেলের অনুমতি না পাওয়ায়, বাজারে পাওয়া যাবে না গ্রামীণফোনের সিম

মাজহারুল ইসলাম : প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইয়াসির আজমান এই তথ্য জানিয়েছেন। গতকাল রাজধানীর বসুন্ধরায় জিপি হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রামীণফোনের যেসব সিম বাজারে রয়েছে, তা ১ থেকে ২ সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। তাই এর পর বাজারে আর গ্রামীণফোনের (০১৭... ও ০১৩... নম্বর সিরিজ) সিম পাওয়া যাবে না।

প্রধান নির্বাহী আজমান আরও বলেন, আমাদের হাতে কোনও সিম নেই। খুচরা বিক্রেতাদের হাতে কিছু সিম রয়েছে। সেগুলো শেষ হয়ে গেলেই আর গ্রামীণফোনের সিম পাওয়া যাবে না। কারণ, সিম রিসাইকেলের (পুরনো বন্ধ সিম নির্দিষ্ট সময়ের পরে বিক্রির জন্য রেডি করা) জন্য বিটিআরসির অনুমতি পাওয়া যাচ্ছে না। আর তাই সিম নষ্ট হয়ে গেলে রিপ্লেসমেন্টের জন্যও সিম পাওয়া যাবে না। যদিও এরই মধ্যে রিসাইকেলের জন্য ৩০ লাখ সিম জমা হয়েছে।

আজমান বলেন, আগামী ৩/৪ সপ্তাহের মধ্যে বকেয়া পাওনা নিয়ে সরকারের সঙ্গে গ্রামীণফোনের চলমান সংকটের দৃশ্যমান উন্নতি হবে। গ্রাহকরা গ্রামীণফোনের কাছ থেকে আরও কার্যকর যোগাযোগ সেবা প্রত্যাশা করেন। যা তাদের জীবন আরও সহজ করবে। গ্রামীণফোনের গ্রাহকের ৫৩ দশমিক ১ শতাংশ ইন্টারনেট ব্যবহার করছেন। এটি একদিকে অনুপ্রেরণামূলক, অন্যদিকে অনেক বড় দায়িত্ব। বাংলাদেশের আইন, মানুষ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে গ্রামীণফোন। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) নতুন সিমের অনুমতি না দিলে গ্রামীণফোন বাজারে সিম সংকটে পড়বে। কারণ বর্তমানে বাজারে প্রতিদিন গ্রামীণফোনের ৫০ হাজার সিমের চাহিদা আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়