শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১৯ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে পুলিশের হেফাজতে অটো চালকের মৃত্যু

সৌরভ ঘোষ, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশি হেফাজতে এক অটোচালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নিহত অটোচালকের নাম মোজাফ্ফর হোসেন (২৫)। সে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর ছাট গোপালপুর গ্রামের আব্দুল ওহাবের পুত্র।

নিহত অটোচালক মোজাফ্ফরের শ্যালক সোহেল জানান, রবিবার রাতে উপজেলার ধলডাঙা ঝালবাজার এলাকায় দুই যাত্রী সহ মোজাফ্ফরের অটো রিক্সার গতি রোধ করে পুলিশ। এসময় পুলিশ দেখে অটোরিক্সার দুই যাত্রী পালিয়ে যায়। দুই যাত্রীর রেখে যাওয়া ব্যাগ তল্লাশি করে গাঁজা পায় পুলিশ। তখন অটোচালক মোজাফ্ফরকে গাঁজা সহ আটক করে থানায় নেয়া হয়।

সোহেল আরও জানান, থানায় নেয়ার কিছুক্ষণ পর মোজাফ্ফর অসুস্থ্য হলে তাকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তার অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আবারও থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু রাত ১২ টার পর মোজাফ্ফর আবারও অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্বিতীয় দফা ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রেফার্ড করেন পথিমধ্যে মারা যান মোজাফ্ফর।

পুলিশের দাবি, গাঁজা পরিবহনের অভিযোগে আটক করার পর অসুস্থ্য হয়ে পড়লে ওই অটোচালককে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তাকে দুই দফা চিকিৎসা দেয়ার পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়