শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৫২ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক বছরে ৮৮ হাজার নতুন সরকারি পদ সৃষ্টি হয়েছে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট : সরকারি চাকরিতে গত বছর অর্থাৎ ২০১৯ সালে ৮৮ হাজারের বেশি নতুন পদ সৃষ্টি হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সংসদে সরকারি দলের বেনজির আহমেদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ এবং দফতরে ৮৮ হাজার ১২৩টি পদ সৃষ্টিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। এ সময়ে ৯ম হতে ২০তম গ্রেডে ৮৪৬টি পদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে।

এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্য পদের সংখ্যা তিন লাখ ২৫ হাজার ৮২টি। মন্ত্রী জানান, আদালতে মামলা থাকা, নিয়োগবিধি কার্যক্রম শেষ না হওয়া এবং পদোন্নতির জন্য যোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু শূন্য পদ যথাসময়ে পূরণ করা যায় না।

সরকারি দলের নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে জনপ্রশাসন জানান, সরকারি পরিবহনগুলোর যানবাহন চালনা বাবদ ২০১৮-১৯ অর্থবছরে মোট ১১১ কোটি ২৩ লাখ টাকা খরচ হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত সিলিংয়ের মধ্যে জ্বালানি ব্যয় সীমাবদ্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও মাঠ পর্যায়ে কাজ পরিদর্শনে সরকারি যানবাহনের পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের জন্য সরকারি কর্মচারীদের উৎসাহিত করা হচ্ছে।

হুমকির মুখে ৬৪ প্রজাতির মাছ

ফরিদপুরের মনজুর হোসেনের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু জানান, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর করজারভেশন অব নেচার (আইইউসিএন) বাংলাদেশের হিসাব অনুযায়ী, দেশে স্বাদু পানির ৬৪ প্রজাতির মাছ হুমকির মধ্যে। এর মধ্যে ৯টি অতি বিপন্ন, ৩০টি বিপন্ন এবং ২৫টি শঙ্কাগ্রস্ত।

প্রতিমন্ত্রী জানান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার ৭২৫ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত কাপ্তাই লেকে প্রায় ১৩ প্রজাতির মাছ বিলুপ্তির পথে। অবাধ প্রজনন ও বিলুপ্তির পথে যাওয়া এসব মাছ রক্ষার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন কাপ্তাই লেকে ৭টি অভয়াশ্রম ও ৬টি ভাসমান মোবাইল মনিটরিং সেন্টার স্থাপন করেছে। এসব অভয়াশ্রম হতে মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ আছে। ভাসমান মোবাইল মনিটরিং সেন্টারের মাধ্যমে করপোরেশন বিদ্যমান জনবল দ্বারা অভয়াশ্রমগুলোর পাহারা নিশ্চিত করা হচ্ছে। এতে কাপ্তাই লেকে বিলুপ্তপ্রায় মাছের প্রজাতি রক্ষার পাশাপাশি উৎপাদন বাড়ছে।

নোয়াখালীর মোরশেদ আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু জানান, বিলুপ্ত প্রজাতির মাছ সংরক্ষণে দেশের বিভিন্ন নদ-নদী ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে স্থাপিত ৪৩২টি অভয়াশ্রম সুফলভোগীদের ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।

রাজশাহীর এনামুল হকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৫ বছরের বেশি অনিষ্পন্ন বিচারাধীন মামলার সংখ্যা ৫ লাখ ৭৩ হাজার ১৭৮টি। এর মধ্যে ফৌজদারি মামলার সংখ্যা ২ লাখ ২১ হাজার ১০৮টি এবং দেওয়ানি মামলার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৭০টি।

বগুড়ার বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বিকল্প বিরোধী নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে ২৮ হাজার ৯৫৫ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়