শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরগুনায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা করলেন স্বামী

জয়নুল আবেদীন, বরগুনা প্রতিনিধি : যৌতুক না পেয়ে গৃহবধু মনিরা আক্তারকে নির্যাতন করে হত্যা করেছে স্বামী নুর মোহাম্মদ। নিহত মনিরার মা আসমা বেগম এ অভিযোগ করেন।

তিনি বলেন, যৌতুকসহ বিভিন্ন অযুহাতে স্ত্রী মনিরাকে মানষিক ও শারীরিক নির্যাতন করে আসছে। বাবা-মায়ের অমতে বিয়ে করায় মনিরা এ নির্যাতনের কথা কাউকে জানায়নি নিরবে সহ্য করে আসছিল।

গত এক মাস ধরে স্বামী নুর মোহাম্মদ স্ত্রী মনিরা মায়ের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা যৌতুক এনে দিতে বলে। হত-দরিদ্র মনিরার মা এ টাকা দিতে অস্বীকার করে। এ নিয়ে মনিরাকে প্রায়ই নুর মোহাম্মদ নির্যাতন করে আসছিল বলে এমন অভিযোগ আসমা বেগমের।

মায়ের কাছ থেকে টাকা না আনায় ঘটনার দিন রোববার দুপুরে মনিরাকে স্বামী নুর মোহাম্মদ অকথ্য ভাষায় গালাগাল ও নির্যাতন করে। ওইদিন সন্ধ্যায়ই ঘরের মধ্যে মনিরার রহস্যজনক মৃত্যু হয়। এ সময় ওই ঘরে স্বামী নুর মোহাম্মদ ও স্ত্রী মনিরা ছাড়া আর কেউ ছিল না। দ্রুত নুর মোহাম্মদ মনিরাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসে।

হাসপাতালে এনে নুর মোহাম্মদ কর্তব্যরত চিকিৎসকদের মিথ্যা তথ্য দিয়ে জানান ঘুমের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলেছে। অনেক চেষ্টা করেও জ্ঞান ফিরছে না। কিন্তু হাসপাতালের চিকিৎসকদের তার কথায় সন্দেহ হয়। পরে তারা মনিরার গলায় আঘাতের চিহৃ দেখে এবং তাকে মৃত্যু ঘোষনা করেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে মনিরার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পঠায়। এবং স্বামী নুর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে যায়। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়