শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাত্মা গান্ধী স্বাধীনতা সংগ্রামের নামে নাটক করেছেন, অভিযোগ বিজেপি এমপির, তীব্র প্রতিক্রিয়া

আসিফুজ্জামান পৃথিল : কর্ণাটক থেকে নির্বাচিত বিজেপি এমপি ও সাবেক মন্ত্রী অনন্তকুমার হেকড়ে বলেন, ‘ব্রিটিশ শাসকের অনুমতি এবং সমর্থনে স্বাধীনতা সংগ্রামের নামে নাটক অনুষ্ঠিত হয়েছিলো। এই তথাকথিত নেতাদের এক বারও মারধর করেনি পুলিশ। তাদের স্বাধীনতা সংগ্রাম ছিলো আসলে একটি বড়সড় নাটক। এটা আসল স্বাধীনতা সংগ্রাম ছিলো না।’ আনন্দবাজার

‘মানুষ কংগ্রেসকে সমর্থন করে এবং বলে, ভারত স্বাধীনতা পেয়েছে তার কারণ আমরণ অনশন এবং সত্যাগ্রহ। কিন্তু, তা ঠিক নয়। ব্রিটিশরা সত্যাগ্রহের ভয়ে এ দেশ ছেড়ে যায়নি। ব্রিটিশরা হতাশ হয়েই আমাদের স্বাধীনতা দিয়েছিলো।’

‘আমার রক্ত ফুটতে শুরু করে যখন আমি ইতিহাস পড়ি। এমন মানুষকে আমাদের দেশে মহাত্মা বলা হয়।’

অনন্তকুমারের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খড়েগ বলেন, ‘তিনি আর মন্ত্রী নেই। তাই তিনি এখন এমন উল্টোপাল্টা কথা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন জয় করার চেষ্টা করছেন।’

কর্নাটকের কংগ্রেস মুখপাত্র ভিএস আগরাপ্পা বলছেন, অনন্তকে মানসিক হাসপাতালে পাঠানো উচিত।

কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি টুইটারে লিখেছেন, ‘নরেন্দ্র মোদী কোনও রকম ইতস্তত বোধ না করেই আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য মহাত্মা গান্ধীকে স্মরণ করেন। তিনি হেগড়ের মন্তব্য নিয়ে কী বলেন তার অপেক্ষায় রয়েছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়