শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০৪ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তামিম ও আল আমিনের উন্নতি

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরের টি-টোয়েন্টি সিরিজটা একেবারেই বাজে গেছে বাংলাদেশ দলের। দলগত পারফরম্যান্স খারাপ হলেও উজ্জ্বল ছিলেন তামিম ইকবাল। যার ফলাফল পেয়েছেন আইসিসির সদ্য ঘোষিত র‌্যাঙ্কিংয়ে। ১১ ধাপ এগিয়ে ৫০তম স্থানে উঠেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সেই সঙ্গে উন্নতি হয়েছে পেসার আল আমিনেরও। তিনি এগিয়েছেন ২৫ ধাপ।

পাকিস্তান সফরে তিন ম্যাচের ওই সিরিজের একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। ২-০ তে সিরিজ হারার পরও দুই ম্যাচে মোট ১০৪ রান করেন তামিম। আর ওই দুই ম্যাচে একটি উইকেট পেলেও মিতব্যয়ী বোলিং করায় ৫১তম স্থানে উঠেছেন ডানহাতি এই পেসার।

রোববার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরই সোমবার নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সেখানে দুর্দান্ত পারফর্ম করা লোকেশ রাহুল ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। ৫ ইনিংসে ৫৬ গড়ে ২২৪ রান করে র‌্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠেছেন ভারতের এই ওপেনার।

ব্যাটসম্যানদের মধ্যে বাবর আজম আছেন শীর্ষে। তিনে আছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ এবং নিউজিল্যান্ডের কলিন মানরো (৪)। ইংল্যান্ডের ডেভিড মালান পাঁচে।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা তিনে কোনো পরিবর্তন নেই। শীর্ষে আছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। পরের দুটি স্থানে যথাক্রমে মুজিব উর রহমান ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও সেরা তিনের নেই কোনো অদল-বদল। আগের মতোই শীর্ষে আফগানিস্তানের মোহাম্মদ নবি। পরের দুটি স্থানে যথাক্রমে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও জিম্বাবুয়ের শন উইলিয়ামস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়