শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো কোলপ্যাক চুক্তিতে দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : আবারও নতুন আঘাত এলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। সর্বনাশা কোলপ্যাক চুক্তিতে নতুনভাবে নাম লিখিয়েছেন দুই অলরাউন্ডার ফারহান বেহারদিন ও ডেভিড বেডিংহাম। এ দুজন খেলবেন ইংল্যান্ডের কাউন্টি দল ডারহামের হয়ে খেলবেন। চুক্তির ফলে দক্ষিণ আফ্রিকা দলের হয়ে আর খেলতে পারবেন না।

২০০৪ সালে নন ইউরোপীয় দেশগুলো ইংল্যান্ডের ক্লাবে খেলার সুযোগ পাওয়া শুরু হয়। যার জন্য একটি চুক্তি করতে হয়। যে চুক্তির অন্যতম শর্ত থাকে তিনি নিজ দলের হয়ে আর খেলতে পারবেন না। তাই এখন থেকে ফারহান ও বেডিংহামও প্রোটিয়াদের জার্সি গাঁয়ে চাপাতে পারবেন না।

২০১২ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক জার্সি গায়ে চাপান ৩৬ বছর বয়সী ফারহান বেহারদিন। দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলেছেন ৫৯ ওয়ানডে ও ৩৮ টি-টোয়েন্টি। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ১১৪ টি ম্যাচ রান করেছেন ৬৭৯৪। লিস্ট ‘এ’ ম্যাচ ২১৫ টি রান ৫৫৮০। ২৫ বছর বয়সী উইকেট রক্ষক ব্যাটসম্যান ডেভিড বেডিংহাম দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে সুযোগ না পেলেও খেলেছেন দেশটির যুব দলে।

ডারহামের সাথে চুক্তির পর ফারহান বলেন, ডারহামের সাথে চুক্তিতে আবদ্ধ হতে পারা আমার ক্যারিয়ারেরই একটা উত্তেজনাপূর্ণ ঘটনা হিসেবে এসেছে। দক্ষিণ আফ্রিকাকে প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক ভালোবাসার বিষয় ছিল। তবে এবার সময় নতুন অধ্যায়ে নাম লেখানো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়