শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪৬ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গগন জ্বালানো মেয়ে কাব্যগ্রন্থ নিয়ে প্রথম দিনের বইমেলায় উপস্থিত ছিলেন প্রিয়া আমান

ইমরুল শাহেদ : রক্তস্নাত বাঙ্গালী জাতিসত্তার চেতনালব্ধ অমর একুশের বই মেলায় মুক্তিযোদ্ধার সন্তান মডেল ও অভিনেত্রী প্রিয়া আমান ‘গগন জ্বালানো মেয়ে’ নামে একটি কাব্যগ্রন্থ নিয়ে কবি হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সুন্দর মলাটের এই কাব্যগ্রন্থটির শরীর নির্মাণ করা হয়েছে ৪৮টি কবিতা দিয়ে। শিরোনামের কবিতাটি স্থান পেয়েছে ৩৪ নাম্বারে।

কবিতাগুলো লিপিবদ্ধ করা হয়েছে কখনো গদ্যে, কখনো পদ্যে বা কখনো মিশ্রিত ছন্দে। তার প্রধান লক্ষ্যই ছিল অনুভূতির শাব্দিক প্রকাশ। সাহিত্যের প্রতি তার অনুরাগ সেই ছেলেবেলা থেকেই। তখন থেকেই লেখালেখিও শুরু হয়। এটি তার প্রথম কাব্যগ্রন্থ। প্রিয়া আমানের কবিতা মূলত প্রেম ও প্রকৃতি ঘনিষ্ঠ। কবির হৃদয়ে যখন অনুভূতিগুলো কিলবিল করতে শুরু করে তখন অস্পষ্টেই কবির ওষ্ঠযুগল অজান্তেই প্রকম্পিত হতে থাকে আত্মপ্রকাশের অপেক্ষায়। শিরোনামের ব্যাখ্যা দিয়ে প্রিয়া আমান বলেন, ‘বিশ্বের সর্বত্রই নারীরা নির্যাযিত। অথচ নারীর উপস্থিতি নানা রুপে - বধূ, মাতা, কন্যা। শেষ পর্যন্ত নারীই অনন্য। এজন্যই বইটির নাম গগন জ্বালানো মেয়ে।’ নারী-পুরুষ নির্বিশেষেই সমাজ। শিল্পের গবেষণার আসল উপলক্ষ্যই হলো মানুষ এবং মানুষই শেষ কথা। এই মানুষ নিয়েই শিল্পী তার উপলব্ধি সঞ্জাত অনুষঙ্গ সৃজনশীলতার মধ্য দিয়ে প্রতিফলন ঘটান।

কাব্যগ্রন্থটিতে তার প্রতিচ্ছবি রয়েছে। বইটির প্রচ্ছদ একেছেন সোহানুর রহমান অনন্ত। তিনি বইটি উৎসর্গ করেছেন ইসাবেলাকে। ইসাবেলা তার কাছে একটি কল্পিত নাম, বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই। সেই ছেলেবেলা থেকেই এই কল্পিত ইসাবেলা তাকে তাড়া করে বেড়াচ্ছে। বইটি তার নামে উৎসর্গ করে তিনি মুক্তি নিলেন। জাগৃতি প্রকাশনী থেকে বইটি প্রকাশ করেছেন রাজিয়া রহমান এবং ১০০ গ্রাম পারটেক্স অফসেট পেপারে মুদ্রিত ৪৮ পৃষ্ঠার এই বইটির দাম রাখা হয়েছে ৪০০ টাকা। প্রতি পৃষ্ঠাতেও রয়েছে জলছাপ। কবি প্রিয়া আমান বলেছেন, ‘এ জীবন দারুণ - শুধু বহন নয়, যাপন করুন।’ বই মেলার প্রথম দিনে জাগৃতি স্টলে উপস্থিত ছিলেন প্রিয়া আমান। তিনি বলেন, ‘শুটিংয়ের ব্যস্ততার কারণে প্রতিদিন না পারলেও প্রতি শুক্রবার আমি বইমেলায় উপস্থিত থাকতে চেষ্টা করব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়