শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:২৭ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের চতুরতা ও বিএনপির কৌশল ব্যর্থতার কারণে সিটি নির্বাচনে পরাজয় হয়েছে, বললেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

মিনহাজুল আবেদীন : বিএনপির সব থেকে ভুল ছিলো। তারা সরকারের চতুরতা বুঝতে পারেনি। আগে থেকে সরকার বুঝতে পেরোছিলো, নির্বাচন করলে তারা হেরে যাবে। এই জন্য পরিকল্পনা করে ভোটারদের কাউকে মাঠে যেতে দেয়া হয়নি।

রোববার (২ ফেব্রুয়ারি) গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ডিবিসি টিভির টকশো’তে ঢাকার ২ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, তবে বিএনপির সাংগঠনিক ব্যর্থতার পাশাপাশি পরিকল্পনার অভাব ছিল। মূলত বিএনপিকে যারা পরিচালনা করে তাদের আত্মবিশ্বাস কম ছিলো।

অনুষ্ঠানে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, বিএনপির ইভিএম সম্পর্কে ভুল ধারণার জন্য সিটি নির্বাচনে তাদের পরাজয় হয়েছে। তবে নির্বাচনে ভোটার আসেনি কারণ সাধারণ মানুষ ভোটের উৎস হারিয়েছে।

তিনি আরও বলেন, ভোট কেন্দ্রে সর্বদা একচেটিয়া সরকারি দলীয় লোকদের আধিপত্য ছিলো। এখন সময় এসেছে দুই দলের মধ্যে এ দ্বন্দ্বের মীমাংসার অবসান করা। তবে বিএনপির এবং আওয়ামী লীগের এখন উচিত, এই বিষয়গুলি নিয়ে পর্যলোচনা করা তাদের প্রত্যেকের কোথায় কোন দুর্বলতা রয়েছে। তাহলে দেশের ভাবমূর্তি ফিরে পাবে।

একই অনুষ্ঠানে সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারপারসন মোহাম্মদ এ আরাফাত বলেন, বিএনপির নেগেটিভ প্রচারণার কারণে সিটি নির্বাচনে জনগণের উপর প্রভাব ফেলছে। তবে গাড়ির জন্য অনেকে ভোট দিতে যায়নি, আবার বাচ্চাদের এসএসসি পরীক্ষার জন্য বেশির ভাগ মা ভোট দিতে আসেনি। তবে এই বিষয় গুলি নিয়ে একটু ইনভেস্টিগেশন করা দরকার, যাতে মূল সমস্যাগুলি বেরিয়ে আসে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়