শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২২ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উইলিয়ামসনের পাশে দাঁড়ালেন কোহলি

স্পোর্টস ডেস্ক : সময়টা ভালো যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেটের। সদ্য ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছেন কেন উইলিয়ামসনরা। এর মধ্যে দুটিতে সুপার ওভারে গিয়ে পরাজিত হয়েছে স্বাগতিকরা। তাই সমালোচনার কাঠগড়ায় উঠছে উইলিয়ামসনের নেতৃত্ব নিয়ে। তবে পাশে পেয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে।

কোহলি মনে করেন, নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেয়ার জন্য উইলিয়ামসনই সঠিক ব্যক্তি। কিউই এই ক্রিকেটারকে প্রশংসার সাগরে ভাসিয়ে তিনি তুলনা দিয়েছেন নিজের সাথেও।

কোহলি বলেন, ‘কেন উইলিয়ামসন আর আমার মানসিকতা অনেকটাই মিলে যায়। এটা আশ্চর্যজনক যে বিশ্বের আলাদা অংশ হওয়া সত্ত্বেও আমাদের ভাবনা একই আর আমরা একই ভাষায় কথাও বলি। আমার মনে হয়- নিউজিল্যান্ড ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওর চেয়ে ভালো ব্যক্তি অন্য কেউ হতে পারে না।’

স্কোরলাইনে যে নিউজিল্যান্ডের লড়াকু পারফরম্যান্স ফুটে ওঠে না, কোহলি মনে করিয়ে দিয়েছেন সেটিও। তিনি বলেন, ‘স্কোরলাইন যতোই বলুক আমরা ৫-০ ব্যবধানে জিতেছি, কিন্তু নিউজিল্যান্ডও সিরিজে ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছে। নেতৃত্বের জন্য উইলিয়ামসন পুরোপুরি যোগ্য একজন। ভবিষ্যতে এই দলের নেতৃত্ব দেয়ার জন্য তার প্রতি শুভকামনা রাখছি। নিউজিল্যান্ড এমন একটা দল যাদের বিরুদ্ধে খেলতে সবাই ভালোবাসে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়