শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৫ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি’র পরীক্ষার্থী কমেছে ৩৪ হাজার

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চলতি বছরের এস এস সি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৩৪ হাজার ৩৭৯ জন। এবার পরীক্ষার্থী ১ লাখ ৫৯ হাজার ৪২৩ জন। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১ লাখ ৯৩ হাজার ৮০২ জন। বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যা।
এসএসসির আগের টেস্ট পরীক্ষায় ঝরে পড়া ও জেএসসির ফলাফল খারাপ হওয়ায় পরীক্ষার্থী কমেছে।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছরের মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৭০ জন এবং অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ৩৫৩ জন। এ বছরের পরীক্ষার্থীদের মধ্যে ৬৭ হাজার ৯৫৪ জন ছাত্র এবং ৯১ হাজার ৪৬৯ জন ছাত্রী রয়েছে। ছাত্র পরীক্ষার্থীর চেয়ে ছাত্রী পরীক্ষার্থী ২৩ হাজার ৫১৫ জন বেশি। বিভাগ ওয়ারী পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে বিজ্ঞানে ৪৪ হাজার ৬৪ জন।

এর মধ্যে ছাত্র ২২ হাজার ৪২৪ এবং ছাত্রী ২২ হাজার ৩৪০। মানবিকে ৫৫ হাজার ৬০৫। এর মধ্যে ছাত্র ১৩ হাজার ২২ জন এবং ছাত্রী ৪২ হাজার ৫৮৩ জন। ব্যবসাশিক্ষায় পরীক্ষার্থী ৫৯ হাজার ৫৪ জন। এর মধ্যে ছাত্র ৩২ হাজার ৫০৮ জন এবং ছাত্রী ২৬ হাজার ৫৪৬ জন। গত বছর এই শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৭১৭টি স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিলো ।

এবার অংশ নিচ্ছে ১ হাজার ৭৩২টি স্কুলের পরীক্ষার্থী। এবারে গত বছরের তুলনায় ১৫টি স্কুল বেশি। গত বছরের চেয়ে এবার কেন্দ্রের সংখ্যাও বেড়েছে। গত বছর কেন্দ্রের সংখ্যা ছিলো ২৫৬টি। এবার কেন্দ্রের সংখ্যা বেড়ে হয়েছে ২৬৪টি। যা গত বছরের চাইতে ৮টি বেশি।

২০১৮ সালে নবম শ্রেণীতে ভর্তি হওয়া ১ লাখ ৫৪ হাজার ১৮৪ জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে। কিন্তু ২০১৯ সালে দশম শ্রেণীর টেস্ট পরীক্ষার পর এস এস সির ফরম পূরণ করে ১ লাখ ২৯ হাজার ৭০ জন। এ পর্যায়ে ঝরে পড়ে ২৫ হাজার ১১৪ জন শিক্ষার্থী।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীভুক্ত ৬ জেলায় জেলা ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে কুমিল্লায় মোট পরীক্ষার্থী ৫৪ হাজার ৮২৫ জন। এর মধ্যে ছাত্র ২৩ হাজার ৭৪৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ৮০ জন।

গতবারের চাইতে এবার পরীক্ষার্থী কমে যাওয়ার ব্যাপারে বোর্ডের ডেপুটি কন্ট্রোলার সহিদুল ইসলাম বলেন, ২০১৭ সালে এ শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষা দেওয়া জে এস সি পরীক্ষার্থীদের ফলাফল ভালো হয়নি। এ কারণে ২০১৮ সালে নবম শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা কমে যায়। এরই জের ধরে এ বছরের এস এস সি পরীক্ষার্থীর সংখ্যাও কমেছে। এ ছাড়াও দশম শ্রেণীর টেস্ট পরীক্ষায় সকল বিষয়ে উত্তীর্ণ না হলে আমরা কাউকে এস এস সি পরীক্ষায় অংশ নিতে দেই না।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস সালাম বলেন, ২০১৯ সালের তুলনায় ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। আমরা চেষ্ট করি নিয়মিত অনিয়মিত মিলে পরীক্ষার্থীর সংখ্যা যেনো না কমে সে দিকে নজর রাখতে। তিনি বলেন, ঝরে পড়া রোধে আমরা কাজ করছি। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়