শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০৬ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার প্রকল্প স্বপ্ন দেখাচ্ছে চট্টগ্রামবাসীকে

বাংলাদেশ প্রতিদিন : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) চলমান বিশেষ চারটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগর উন্নয়নের স্বপ্ন দেখছে। এ চার প্রকল্প শেষ হলে নগরের নানা ক্ষেত্রের অবকাঠামোগত পরিবর্তন হওয়ার আশা করছে চসিক। ২ হাজার ৪৮৭ কোটি ২ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্প চারটি আগামী এক বছরের মধ্যে শেষ হওয়ার কথা। চসিকের প্রকল্পগুলো হলো- ৭১৬ কোটি ২৮ লাখ টাকার ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রাস্তাসমূহের উন্নয়ন এবং নালা, প্রতিরোধ দেয়াল, ব্রিজ ও কালভার্ট নির্মাণ/পুনর্নির্মাণ’ শীর্ষক প্রকল্প। ১২০ কোটি টাকায় ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্প। ৪২০ কোটি ৯৫ লাখ টাকায় ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ব্রিজসমূহের উন্নয়নসহ আধুনিক যানবাহন ও যন্ত্রপাতি সংগ্রহ এবং সড়ক আলোকায়ন’ শীর্ষক প্রকল্প। ১ হাজার ২২৯ কোটি ৯৭ লাখ টাকায় যানজট নিরসনে ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার ওয়ার্ডের সড়ক নেটওয়ার্ক উন্নয়ন এবং বাস/ট্রাক টার্মিনাল নির্মাণ’ শীর্ষক প্রকল্প। চার প্রকল্পের মোট ব্যয় হচ্ছে ২ হাজার ৪৮৭ কোটি ২ লাখ টাকা। তবে নগরবাসীর অভিযোগ, বছরজুড়েই চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের রাস্তা, ফুটপাথ, নালা-নর্দমা ও ড্রেন সংস্কার করে। কিন্তু সব সময়ই কাজের মান নিয়ে প্রশ্ন থেকে যায়। চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ বলেন, ‘নগর উন্নয়নে ১ হাজার ২২৯ কোটি ৯৭ লাখ টাকার বড় প্রকল্পটির কাজ এখন ৮০ শতাংশ শেষ। এ প্রকল্পের মাধ্যমে নগরে সিংহভাগ নালা নর্দমা ও ড্রেন সংস্কার করা হচ্ছে।’ চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, ‘নগর উন্নয়নে বড় কিছু প্রকল্পের কাজ চলমান। প্রকল্পগুলোর কাজ শেষ হলে নগরের অবকাঠামোগত পরিবর্তন হবে। তখন নগরবাসী এর সুফল পাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়