আরএইচ রফিক,বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও মহিলা সহ ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কৈ-গাড়ি নামকস্থানে। একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস অন্য একটি লেগুনাকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত রব্বানী (৩৪) নওগাঁ জেলার রানীনগর থানার হাসিবপুর গ্রামের আসমতউল্লাহর পুত্র।
গত শনিবার রাত সাড়ে ৮ টার দিকে রংপুর থেকে ছেড়ে আসা রাজশাহী গামী, পথের সাথী (ঢাকা মেট্রো-ব-১৪-৭৪৬৪) নামের একটি বাস উল্লেখিত সময়ে এই ঘূর্টনাটি ঘটে এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায় ।লেগুনায় থাকা সাত জন যাত্রী আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টায় রব্বানী মারা যায়।
হাসপাতালে চিকিৎসাধীনের মধ্যে নন্দীগ্রামের কুন্দারহাটের হাজী মোবারকের ছেলে ইনছান আলীর অবস্থা আশংকাজনক। কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহেদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পর বাসের চালক হেলপার গেলেও বাসটিকে তারা আটক করেছেন। সম্পাদনা : রাকিবুল