স্বপন দেব, মৌলভীবাজার : মৌলভীবাজারের অনলাইন উদ্যোক্তাদের সংগঠন ‘মৌলভীবাজারে অনলাইন অন্ট্রাপ্রিনিউর্স ফোরাম’ আয়োজনে শুরু হয়েছে দুইদিনব্যাপী ‘পিঠা উৎসব ও শীতকালীন মেলা ২০২০।
শনিবার সকালে মৌলভীবাজার জনমিলন কেন্দ্রে এই পিঠা উৎসব ও শীতকালীন মেলার উদ্বোধন করেন পৌর মেয়র ফজলুর রহমান।
আয়োজকরা জানান, এ মেলা চলবে ২ ফেব্রুয়ারি পযর্ন্ত। প্রতিদিন মেলা চলবে বেলা ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। এই মেলা সবার জন্য উন্মুক্ত।
মেলায় অংশ গ্রহণকারীরা জানান, প্রত্যশার চেয়েও ভাল সাড়া পাচ্ছেন তারা। নানা রঙের এবং স্বাদের কেক বানিয়ে নিয়ে এসেছেন স্টলগুলো। তিনি জানালেন আমদের প্রত্যশার চেয়ে ভাল বিক্রি হচ্ছে। মানুষ এখন সচেতন তাই বাজার থেকে ঘরে বানানো এই সব খাদ্যের প্রতি আগ্রহ বাড়ছে।
আয়োজকরা জানালেন, তারা নিয়মিত এই ধরনের মেলা আয়োজন করে থাকেন। তাদের উদ্দেশ্য উদ্যোক্তাদের সাথে গ্রাহকের পরিচয় করিয়ে দেওয়া। কারন এখানে যে সব উদ্যোক্তা আছেন তাদের বেশির ভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যবসা পরিচালনা করে থাকনে। নিয়মিত বিরতিতে তাদের এই আয়োজন ক্রেতা বিক্রিতার মধ্যে সম্পর্ক উন্নয়ন করে। সম্পাদনা : রাকিবুল