শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০২ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি সাত কোম্পানিকে পুঁজিবাজারে আনা হচ্ছে, জানালেন অর্থমন্ত্রী

হায়াত মাহমুদ: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজারের জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগ প্রয়োজন হয়ে পড়েছে। এখানে বর্তমানে যারা আছে তারা বিক্ষিপ্ত। তাই সরকারি প্রতিষ্ঠানগুলোকেও পুঁজিবাজারে আসতে হবে। এক্ষেত্রে অপাতত সাতটি প্রতিষ্ঠানকে ধরা হয়েছে। এ প্রতিষ্ঠানগুলোকে শিগগিরই পুঁজিবাজারের আনা হবে।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরে মন্ত্রী তার দপ্ততরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এক্ষেত্রে ওই সাতিটি সরকারি প্রতিষ্ঠানকে দুই মাস সময় দেয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এই সময়ে তারা তাদের সম্পদের পরিমাণ যাচাই করে জানাবেন।

অর্থমন্ত্রী বলেন, বাজার চাঙ্গা করতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি), আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, বি-আর পাওয়রজেন লিমিডেট (বিআরপিএল) এবং গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডকে (জিটিসিএল) পুঁজিবাজারে আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

কত দিনের মধ্যে এসব কোম্পনি শেয়ারবাজারে আসবে জানতে চাইলে অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, ’ওভারনাইট তো তাদের আনা যাবে না, একটু সময় লাগবে। তবে আমাদের পুঁজিবাজার শক্তিশালী করতে প্রাাতিষ্ঠানিক বিনিয়োগ দরকার। আমাদের পুঁজিবাজারে যারা আছে তারা নিজস্বভাবে আছে। উন্নত দেশের মতো আমাদের দেশের পুঁজিবাজারকেও মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে হবে।’

এ জন্যই প্রাতিষ্ঠানিক কোম্পানিগুলোর গুরুত্ব বিবেচনায় নিয়ে অর্থমন্ত্রী বলেন তিনি আগেও বলেছেন পুঁজিবাজারকে শক্তিশালী করার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আসা উচিত। পুঁজিবাজারকে শক্তিশালী ও স্থিতিশীল করার জন্য রোবারই এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়