শিরোনাম
◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৫, শেষকৃত্য, দাফন ও বিদায় অনুষ্ঠান নিষিদ্ধ, লাশ পুড়িয়ে ফেলা হবে

সিরাজুল ইসলাম ও মেহেরুবা শহীদ : রোববার পর্যন্ত ১৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। ইয়ন, টাইমস অব ইন্ডিয়া। চীন ছাড়াও অন্তত ৩০টি দেশে ১৩০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সম্প্রতি চীনের হুবেই ভ্রমণ করা মানুষের সংখ্যা সব চেয়ে বেশি।

করোনো ভাইরাসের কারণে আন্তর্জাতিক অঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে চীন। এরই মধ্যে সীমান্ত বন্ধ করে দিয়েছে রাশিয়া ও মিয়ানমার। দেশটির সীমান্ত এড়িয়ে চলছে হংকংয়ের জনগণ। এছাড়া জাপানসহ কয়েকটি দেশ সে দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।

বাংলাদেশ ও ভারতসহ কয়েকটি দেশ চীন থেকে তাদের নাগরিক সরিয়ে নিয়েছে।

রোববার এক হাজার শয্যা হাসপাতালের চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। এক হাজার ৪০০ চিকিৎসক সেখানে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।

চীনা কর্তৃপক্ষের পরিপত্রে বলা হয়েছে, করোনো ভাইরাসে মৃতকে অন্যস্থানে নেওয়া যাবে না। তার মরদেহ কবর দেওয়ার জন্য দাফন করা যাবে না।

থাইল্যান্ডে করোনো ভাইরাসের চিকিৎসায় ইনফ্লুয়েঞ্জা ও এইচআইভির ওষুধ ব্যবহার করা হচ্ছে। সফলতারও দাবি করেছেন চিকিৎসকরা।

চীনের উহান শহরে গত ডিসেম্বরে করোনো ভাইরাস উৎপত্তি হয়। এ কারণে হুমকির মুখে পড়েছে দেশটির অর্থনীতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়