শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশি-বিদেশি কবিদের অংশগ্রহণে ঢাবিতে চলছে ৩৪তম জাতীয় কবিতা উৎসব

আসিফ কাজল: একটি ভিন্ন ভাষার শব্দমালায় দর্শকের চোঁখ আটকে যায়। দূর থেকে সে আহবানে এগিয়ে যেতেই দেখা যায় এক ভিনদেশীর কবিতা আবৃত্তি। ‘মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি’ স্লোগানকে সামনে রেখে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে দু’দিনব্যাপি ৩৪তম ‘জাতীয় কবিতা উৎসব ২০২০ শুরু হয়েছে। ভারত, উজবেকিস্তান, সুইডেন, স্পেন এবং নেপাল থেকে আমন্ত্রিত কবিবৃন্দ অংশগ্রহণ করেন। সকাল থেকে শুরু হয়ে উৎসব চলবে রাত ৯টা পর্যন্ত।

জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাদ বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে কবিতা উৎসবের শুরু হয় ১৯৮৭ সালে। আজ এটি আন্তর্জাতিক উৎসবে রূপ নিয়েছে। মুজিববর্ষ ও মুক্তিযুদ্ধকে কেন্দ্র করেই এবারের আয়োজন চলছে।আগামী বছর শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবে এই উৎসব বিশ্বের বিভিন্ন শহরে পালন করা হবে। লন্ডন, ম্যানচেষ্টার, ভারতের কলকাতা, শান্তিনিকেতন ও আগরতলায় সম্মিলিতভাবে কবিতা উৎসবের আয়োজন করা হবে।

জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে কবিতা উৎসবের উদ্বোধন করেন কবি মহাদেব সাহা। দু’দিনব্যাপী এই কবিতা উৎসবের দ্বিতীয় দিনে মুক্ত আলোচনা, কবিতা পাঠ, আবৃত্তি পর্ব, সেমিনার, ছড়াপাঠ, কবিতার গান ইত্যাদি পরিবেশন করা হবে। উৎসবে তিনজন ভাষা সংগ্রামী প্রবীণ কবিকে ‘জাতীয় কবিতা পরিষদ সম্মাননা’ প্রদান করা হবে। তারা হলেন কবি আহমদ রফিক, গীতি-কবি আবদুল গাফফার চৌধুরী ও কবি বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়