শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪৬ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপাতত দায়িত্ব নিতে পারবেন না নবনির্বাচিত দুই মেয়র

আনিস তপন ও তিমির চক্রবর্ত্তী: ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন শেষ হয়েছে শনিবার (১ফেব্রুয়ারি)। এই নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কার সমর্থন নিয়ে  মেয়র নির্বাচিত হয়েছেন দক্ষিণে শেখ ফজলে নূর তাপস এবং উত্তরে আতিকুল ইসলাম। এখন শুধু শপথ নেওয়ার অপেক্ষা।

আইন ও নিয়মের বেড়াজালে বাঁধা পরে বর্তমান পরিষদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দুই মেয়রকে। নিয়ম অনুযায়ী বর্তমান সিটি করপোরেশন পরিষদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব নিতে পারবেন না নব নির্বাচিত দুই মেয়র।

দক্ষিণ সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে ১৬ মে ২০২০। কারণ দক্ষিণের প্রথম সভা হয়েছিলো ১৭ মে ২০১৫ সালে আর সেই দিন থেকেই প্রাক্তন মেয়র সাঈদ খোকনের দায়িত্ব শুরু হয়। আর সেই অনুযায়ী বর্তমান পরিষদের মেয়াদ শেষ হবে ১৬ মে ২০২০ সালে। মুলত: ঐ দিন থেকেই নব নির্বাচিত মেয়র দায়িত্ব নিবেন।

অপরদিকে উত্তর সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে ১৩ মে ২০২০সালে। সাবেক প্রয়াত মেয়র হিসেবে আনিছুল হক দায়িত্ব শুরু করে ১৪ মে ২০১৫ সালে। সেই হিসাবে উত্তর সিটি করপোরেশনের মেয়াদ আছে ১৩ মে পর্যন্ত ২০২০ সাল পর্যন্ত। প্রশ্ন উঠতে পারে আতিকুল ইসলাম তো মেয়র ছিলেন কিন্তু আতিকুল ইসলাম মেয়র হওয়ার আগে পদত্যাগ করেছিলেন। তার আগে প্যানেল মেয়র দায়িত্ব পালন করেছিলেন। প্যানেল মেয়র প্রথম সভা করার পরে আতিকুল ইসলাম দায়িত্ব নেয়।

কিভাবে হবে শপথ: প্রধানমন্ত্রী প্রথম সামারী পাঠানোর পরে নির্বাচন কমিশন গেজেট জারি করবে। এই গেজেট জারি করার পর প্রধানমন্ত্রী শপথের দিন নির্ধারণ করবেন। এরপর শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। সাধারণ ভোটাররা হয়তো মনে করেন শপথ নিলেই দায়িত্ব নিবেন নবনির্বাচিত মেয়ররা। কিন্তু ইতিমধ্যেই অনেক সচেতন নাগরিককে এ নিয়ে আলাপ-আলোচনা করতে দেখা গেছে।

বর্তমান দুই সিটি করপোরেশনের মেয়র দায়িত্ব নেওয়ার পর প্রথম সভা ডাকবেন সাবেক দুই মেয়র। এই সভার পরেই নব নির্বাচিত মেয়ররা তাদের দায়িত্ব বুঝে নিবেন। তাই নিয়ম অনুযায়ী শপথ নিলেও বর্তমান পরিষদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব নিতে পারবেন না নব নির্বাচিত দুই মেয়র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়