শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১৩ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্পূর্ণ মনগড়া একটি সাজানো ফলাফল প্রকাশ হয়েছে, বললেন ইশরাক

শিমুল মাহমুদ : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

রোববার দুপুরে মধ্য বিরতির পর বিক্ষোভে ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার বলেন, নির্বাচনে ফলাফল প্রকাশে দীর্ঘ সময় প্রমাণ করে এ নির্বাচন কারচুপির।
তিনি বলেন, নির্বাচনের ফলাফলের যে পরিমাণ ভোট কাস্ট দেখানো হয়েছে তার চাইতে অনেক কম ভোট কাস্ট হয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগ সমর্থকরা সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেননি। যে ফলাফল ঘোষণা হয়েছে সেটি সম্পূর্ণ মনগড়া একটি সাজানো ফলাফল। এ ফলাফল এর মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। আমরা এ ফলাফল প্রত্যাখ্যান করছি।

দুপুর ২ টায় বিক্ষোভ অংশগ্রহণ করে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেন, ন্যূনতম সুষ্ঠু কোন ভোট হয়নি। এরকম নির্বাচন আমরা কখনই প্রত্যাশা করেনি। আমরা এই ভোট চুরির নির্বাচন প্রত্যাখ্যান করছি।

তিনি বলেন, হরতালের দাবি সাধারণ জনগনের কাছ থেকে এসেছে। আর আমরা সাধারণ জনগণের পাশে আছি তাদের পক্ষে আছি।

হরতাল সাধারণ মানুষের মাঝে দুর্ভোগ সৃষ্টি করে এই বিষয়ে আপনার মন্তব্য কি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হরতালকে কেন্দ্র করে দৃশ্যমান কিছু আমরা দেখছি না। দুই সিটিতেই স্বতঃস্ফূর্তভাবে সকলেই এ হরতাল পালন করছে।

নির্বাচনের প্রতিক্ষিয়া কি জানতে চাইলে, তিনি বলেন, আমরা বিক্ষোভ শেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করে জানিয়ে দেবো। এর আগে সকাল ৭ টা থেকে নয়াপল্টনে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা।এ সময় প্রতীকী ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পুড়িয়ে বিক্ষোভ করেন তারা। সকাল সাড়ে ৯ টায় নেতাকর্মীদের সাথে যোগ দেয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে হরতাল ঘিরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নির্বাচনী দায়িত্বের অংশ হিসেবে মাঠে রয়েছে বিজিবিও।

সকাল সোয়া ১১ টার দিকে আসেন ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি এসেই স্লোগান শুরু করে বলেন,চোর চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর, প্রহসনের নির্বাচন মানি না মানবো না।পড়ে তিনি মাটিতেই বসে পড়ে নেতাকর্মীদের সাথে স্লোগান দেন।

এরপর, রুহুল কবির রিজভী বিক্ষোভ কর্মসূচির বিরতি ঘোষণা করেন তিনি জানান বেলা তিনটা থেকে সন্ধ্যা নাগাদ আবারও এই কর্মসূচি চলবে।

মতিঝিল জোনের সহকারি পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ বলেন, আসলে আজ ওয়ার্কিং ডে। ওয়ার্কিং ডে তে হরতালের কোনো অনুমতি নেই। হরতাল করে তারা গাড়ি ভাংচুর করবে তা গ্রহণযোগ্য না। এখানে যাতে কোনো ধরণের অপ্রতিকর ঘটনা না ঘটে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে। অতিতে আমরা দেখেছি তারা গাড়ি ভাংচুর করে। দেখা যায় প্রথমে তারা আল্প সংখ্যক লোক থাকে, ধীরে ধীরে লোকসংখ্যা বাড়ে। শেষে গাড়ি ভাংচুর করে, গাড়িতে আগুন দেয়।

রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ বাঁধা দিতে পারে নাকি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচী বলতে হরতাল করে তো গাড়ি ভাংচুর করতে পারবে না।

সকাল থেকেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী,যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন,হাবিব-উন-নবী খান সোহেল,সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু,স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু,শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী সহ অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়