শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪০ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুল রাজনীতির কারণেই বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে, বললেন নানক

সমীরণ রায় : রোববার (২ ফেব্রুয়ারি) ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনের ফলাফল বিষয়ে নিয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ভুলের রাজনীতি, অপরাজনীতি থেকে বেরিয়ে না আসলে জনগণ তাদের আস্তাকুড়ে নিক্ষেপ করবে। বিএনপির ভুল রাজনীতির কারণে জনগণ ঢাকা সাটি করপোরেশন নির্বাচনে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা পরাজিত হয়েছে।

দেশের উন্নয়ন ও সুশাসনে শেখ হাসিনার বিকল্প নাই উল্লেখ করে তিনি বলেন এই নির্বাচনে প্রমাণ হলো দেশের মানুষ উন্নয়নে ভোট দিয়েছে। বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।

তিনি আরো বলেন, ইভিএম পদ্ধতি হচ্ছে স্বচ্ছ ও সহজ কিন্তু বিএনপি পরাজয়ের ভয়েই এ ইভিএম পদ্ধতি নিয়ে নির্বাচনের আগে অপপ্রচার চালিয়েছে। বিএনপি মানুষের মধ্যে ভিতি সৃস্টি করে। নির্বাচন অবাদ, সু্ষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে কিন্তু নির্বাচনের অলাফল ঘোষণার আগেই তারা হরতাল ডেকেছে। নির্বাচন বর্জন করে মূলত বিএনপি ঢাকাবাসীকে প্রত্যাখ্যান করেছে। জনগণ তাদের হরতাল প্রত্যাখ্যান করেছে। তারা হরতালের নামে সন্ত্রাস করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে শেকে আওয়ামী লীগ তাদেরকে প্রতিহত করবে।

সভায় এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কালাম হোসেন, আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিল্পব বড়ুয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়