শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিলিগুড়িতে আইনভঙ্গকারীদের হাতে গোলাপ তুলে দিলেন কাউন্সিলররা

রাশিদ রিযাজ : যানজটের যন্ত্রণায় নাজেহাল ভারতের শিলিগুড়ি, আইনভঙ্গকারীদের হাতে গোলাপ তুলে দিলেন কাউন্সিলররা। আইন ভাঙলেই হাতে তুলে দেওয়া হল গোলাপ ফুল ৷ যদিও এরপরও মানুষের হুঁশ ফিরবে কিনা, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

শিলিগুড়ির রাস্তায় যানজট নিত্যদিনের সমস্যা৷ হিলকার্ট রোড হোক বা সেবক রোড, সব জায়গায় গাড়ির লম্বা লাইন৷ বড় রাস্তার পাশাপাশি শহরের অলিগলিতেও গাড়ির জটে হাঁসফাঁস অবস্থা৷ তার উপর পার্কিংয়ের ক্ষেত্রেও নিয়ম মানার বালাই নেই৷ যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে গাড়ি-রিক্সা-অটো-টোটো৷ ফলে দিন দিন কমছে শহরের গতি৷ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে অনেকটাই সময় লেগে যাচ্ছে৷ যানজট মোকাবিলায় ট্রাফিক পুলিশ একাধিকবার অভিযানে নামলেও মেটেনি সমস্যা৷

এই পরিস্থিতিতে শিলিগুড়ির যান-যন্ত্রণা মেটাতে পথে নামলেন ২ কাউন্সিলর৷ ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুশ্রী পাল ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নান্টু পাল৷ পাশে ছিলেন বিধাননগর ব্যবসায়ী সমিতির সদস্যরাও। শনিবার শিলিগুড়ির বিধান রোড ও হিলকার্ট রোডের মাঝে ক্ষুদিরামপল্লিতে অভিযানে নামেন তাঁরা। মূলত বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধেই ছিল এই অভিযান৷

ক্ষুদিরামপল্লিতেই রয়েছে নীলনলিনি প্রাথমিক স্কুল। রয়েছে প্রচুর হোটেল, ওষুধের দোকান৷ স্কুল-দোকানের মুখ আটকে দাঁড়িয়ে থাকে সারি সারি সাইকেল, বাইক৷ সেসব টপকেই স্কুলে পৌঁছতে হয় খুদে পড়ুয়াদের৷ এদিন অভিযানে নেমে এলাকার বেআইনি পার্কিং সরিয়ে দেন ২ কাউন্সিলর৷ আইন ভঙ্গকারীদের হাতে গোলাপও তুলে দেন৷ যদিও এরপরও মানুষের হুঁশ ফিরবে কিনা, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

এর আগেও বিধান মার্কেটে বেআইনিভাবে বসা ফুটপাথ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামেন কাউন্সিলররা৷ শিলিগুড়ির যান-যন্ত্রণা মেটাতে আগামী দিনেও এই অভিযান চলবে বলে জানিয়েছেন কাউন্সিলর নান্টু পাল৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়