শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫০ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাই‌য়ে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

রাসেল হোসেন, ধামরাইঃ- ঢাকার ধামরাই‌য়ে মা‌টির ট্রাক চাপায় স্কুল ছাত্র মাসুদ হো‌সেন (১৪) নিহত হ‌য়েছে। কাওয়ালীপাড়া বাজা‌রের প্রি‌ন্সিপাল হা‌ফিজ উ‌দ্দিন স্কু‌লে নবম শ্রেণী‌র ছাত্র ছিল মাসুদ। জনতা ঘাত ট্রাক ও ড্রাইভার জ‌হিরুল ইসলাম‌কে আটক ক‌রে পু‌লি‌শে সোর্পদ ক‌রেছে।

শ‌নিবার (০১ ফেব্রুয়ারি) বি‌কে‌লে সাটুরিয়া- বালিয়া আঞ্চলিক সড়কের কাওয়ালি পাড়া বাজারে এ দুর্ঘটনা ঘ‌টে। উপ‌জেলা জালসা গ্রা‌মে আলতাফ হো‌সে‌নের ছে‌লে মাসু‌দ।

পু‌লিশ ও প্রত্যক্ষদৃশীরা জানান,কাওয়ালীপাড়া বাজা‌রের অব‌স্থিত প্রি‌ন্সিপাল হা‌ফিজ উ‌দ্দিন স্কুল এন্ড ক‌লে‌জের নবম শ্রেণীর ছাত্র মাসুদ প্র‌তি‌দি‌নের ন্যায় স্কুল ছু‌টি শে‌ষে স্কু‌লের গাড়ী‌তে উঠার জন্য প্রস্তু‌তি নেয়। এসময় এক‌টি মা‌টির ট্রাক তা‌কে পিছন থে‌কে চাপা দি‌লে ঘটনাস্থ‌লে তার মৃত্যু হয়। এসময় ঘাত টাক চালক‌ জ‌হিরুল‌কে জনতা হা‌তে না‌তে আটক ক‌রে পু‌লি‌শে সোর্পদ ক‌রে। এঘটনায় ওই স্কুল শিক্ষার্থী ও তার প‌রিবা‌রের মা‌ঝে শুকের মাতম চল‌ছে।

এব্যাপা‌রে কাওয়ালীাপাড়া পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক ) রা‌সেল মোল্লা জানান, ঘাত ট্রাক ও ড্রাইভার‌কে আটক করা হ‌য়ে‌ছে। লাশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়