শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৭ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাস্টার্স পাস করে নাটোরের নজরুল এখন হোটেল বয়

মাজহারুল ইসলাম : সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে বড়বড়িয়া গ্রামের এই নজরুল ইসলাম ২০১৬ সালে এনএস সরকারি কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে মাস্টার্স পাস করেন। তারপর সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেছেন। কোথাও চাকরি পাননি। পরিবারের কথা চিন্তা করে, সন্তানের মুখের দিকে তাকিয়ে, ঘরে বৃদ্ধা মায়ের চিকিৎসা ব্যয় মেটাতে অবশেষে তিনি হোটেল বয় এর কাজ করছেন। রাইজিংবিডি

নজরুলের বাবা জমির উদ্দীন ছিলেন কৃষক। ৮ ভাই, ৬ বোনের মধ্যে নজরুল সবার ছোট। ভাইবোনের বিয়ে হয়ে গেছে। আলাদা সংসার। নজরুলের দায়িত্ব কেউ নেয়নি। অন্যর জমিতে কাজ করে পড়াশোনা শেষ করেছেন তিনি। মাকে নিয়ে তখন ভালোই ছিলেন। ভেবেছিলেন, চাকরি করে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবেন। গড়ে তুলবেন সুখের সংসার। মায়ের অসুস্থতার কারণে তাড়াতাড়ি বিয়ে করতে হয় তাকে। বড় হয় সংসার। সঙ্গে বাড়ে অভাব। অন্যর জমিতে দিনে কাজ করে সংসার আর চলছিলো না। ফলে বাধ্য হয়ে রাতে হোটেলে থানাবাসন পরিষ্কারের কাজ নেন তিনি।

নাটোর শহরের চকরামপুর এলাকার বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নাইট শিফটে কাজ করছেন নজরুল। প্রায় ১২ ঘণ্টা এখানে কাজ করতে হয় তাকে। দৈনিক সম্মানী পান ৩’শ টাকা। দিনে ক্ষেতমজুর, রাতে হোটেল বয়, এখন এই তার উপার্জন। এই উপার্জনেই চলে বৃদ্ধা মা আনোয়ারা বেওয়া, বাকপ্রতিবন্ধী স্ত্রী কুইন এবং ৪ বছরের ছেলে হাসিবুর রহমান হিমেলসহ ৪জনের সংসার।

নজরুল বলেন, সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানে আবেদন করেছি। ব্যাংক ড্রাফট আর পে-অর্ডার করতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে। এখন পে-অর্ডারের টাকাও নেই। তাছাড়া বড় চাকরির স্বপ্নও এখন আর দেখি না। সংসারের সব দায়িত্ব আমার। আমি কোনও কাজ ছোট মনে করি না। তাই সংসার চালাতে হোটেলে কাজ নিয়েছি।

গ্রামবাসী জানান, চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়িয়েছেন নজরুল। ভাগ্যে চাকরি জোটেনি। নজরুলের স্কুলজীবনের শিক্ষক আশরাফ আলী বলেন, বড়বড়িয়া হাইস্কুল থেকে এসএসসি ও আহম্মেদপুর কলেজ থেকে এইচএসসি পাস করেছে নজরুল। এরপর নাটোর এনএস সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সে মাস্টার্স পাস করেছে। ছোট থেকেই ছেলেটা মেধাবী। অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। এখন যেভাবে কষ্ট করে সংসার চালাচ্ছে- শুনে তার প্রতি শ্রদ্ধাবোধ আরও বেড়ে গেলো।

ওই বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের অন্যান্য কর্মচারীরা জানান, এই শীতের মধ্যও ঠাণ্ডা পানিতে কাজ করেন নজরুল। বাবুর্চি খানায় হোটেলের পেছনে লুকিয়ে কাজ করে। মাস্টার্স পাস করা একটা ছেলে এভাবে কাজ করছে দেখে খারাপ লাগে। কেউ যদি নজরুলকে সম্মানজনক চাকরি দিতেন, তাহলে বেচারা এই কষ্ট থেকে বেঁচে যেতো। নজরুলের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়