শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪৫ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শপথ নেয়ার পর তাবিথ আউয়ালকে আমন্ত্রণ জানাবেন আতিকুল ইসলাম

সমীরণ রায় : শনিবার ভোটগ্রহণ পরবর্তী প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলের মনোনয়ন দেয়ার জন্য আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দলের সব অঙ্গসংগঠনকে ধন্যবাদ জানাই। আমাকে যারা ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। যারা দেননি তাদেরও ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমার প্রতিপক্ষ তাবিথ আউয়ালকেও।

তিনি বলেন, তাবিথ আউয়াল অনেক প্ল্যান করেছেন ঢাকাকে গড়ার জন্য। মেয়র শপথ অনুষ্ঠানের পর আমি তাকে আমন্ত্রণ জানাবো। সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে সবার ঢাকা গড়তে চাই। আমি তাবিথ আউয়ালকে বলতে চাই, ঢাকা শহর সাজানোর জন্য আপনি যে পরিকল্পনার কথা জানিয়েছিলেন ইশতেহারে, আসুন আমার ইশতেহারের সঙ্গে আপনারটা মিলিয়ে আমি-আপনি-আমরা সবাই মিলে একটি সুস্থ-সুন্দর-সচল-গতিময় ঢাকা গড়তে কাজ করি। এখন পর্যন্ত আমি জনগণের ভোটে এগিয়ে আছি। যে ভালোবাসা নিয়ে জনগণ ভোটের মাধ্যেমে এগিয়ে রেখেছে, নির্বাচিত হলে আমার সবটুকু দিয়ে চেষ্টা করব, ইনশাআল্লাহ্। আস্থা রাখুন, সুস্থ-সুন্দর-সচল-গতিময় ও আধুনিক ঢাকা উপহার দেয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ্।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আতিক ও তাপস দুইজনই যোগ্য নেতা, আতিক ইতোমধ্যে ৯ মাস কাজ করেছেন। বিএনপির কাজই হচ্ছে অভিযোগ করা। তাদের অভিযোগ আগামীতেও সবসময়ই থাকবে।

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সদস্য শেখ সেলিমসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়