শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৩৮ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করুন, নয়তো আপনার সাথে থাকবো না : আল্লামা শফি

মনজুর অনিক, নারায়ণগঞ্জ প্রতিনিধি : হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগেও বলেছি, এখনো বলছি, অতিসত্বর কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হোক, কাফের ঘোষণা করো, বারবার জানানো হয়েছে, তারপরেও কেনো কোন কর্ণপাত করছো না।

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার পরই আমরা আপনাদের সাথে থাকবো, নয়তো থাকবো না। ঘোষণা না হলে এই দেশ যে কি হবে আমরা জানি না।

শনিবার সন্ধ্যার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কওমী মাদ্রাসার শিক্ষক-ছাত্রদের সংগঠন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে এ ইসলামী সম্মেলনটির আয়োজন করা হয়। এতে নারায়ণগঞ্জ জেলা ও এর আশপাশ থেকে লাখ লাখ তৌহিদী জনতা অংশ নেন।

সম্মেলনে উপস্থিত সকলের উদ্দেশ্যে আল্লামা শাহ আহমদ শফি বলেন, হযরত মোহাম্মদ (সাঃ) কে যারা শেষ হিসেবে নবী মানেন না, তারা কাফের। তাদেরকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। তাদের সাথে আত্মীয়তা করা যাবে না। তাদের মহিলাদের বিবাহ্ করা যাবে না।

তিনি বলেন, কাদিয়ানীরা এ দেশে থাকবে, এতে আমাদের কারো আপত্তি নেই। কিন্তু থাকতে হলে অমুসলমান হয়ে থাকতে হবে। মুসলমান হয়ে থাকতে পারবে না।

বক্তব্য রাখেন হেফাজতে ইসলামীর মহাসচিব জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলামীর ঢাকা মহানগরের সভাপতি নূর হোসাইন কাশেমী, সাইদুর রহমান, আব্দুল হামিদ, আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, আব্দুল আউয়াল প্রমূখ। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়