শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত ১০০ বছরেও এমন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়নি, বললেন হানিফ

সমীরণ রায়: শনিবার ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনের মাঠে থাকায় বিএনপিকে ধন্যবাদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিযোগ করেছেন, সেগুলো আগেই লিখে রেখেছিলেন। তিনি নির্লজ্জ মিথ্যাচার করেছেন। ইভিএমে ধানের শীষ প্রতীক ছিলো না সেটি হাস্যকর অভিযোগ।কোথাও এরকম অভিযোগ পাওয়া যায়নি যে ধানের শীষ প্রতীক ছিলো না। তারা নির্বাচনে পরাজয় জেনেই আগেভাগেই মিথ্যাচার করছে।

মাহবুব-উল-আলম হানিফব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট দিতে যেয়ে কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি।বিএনপি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিককে আহত করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা নয়। সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সন্ত্রাস করে নৌকার প্রার্থীর জয়লাভ করেছে, এটা চরম মিথ্যাচার, চরম নিন্দনীয়। আমি মির্জা ফখরুলকে বলবো এই উক্তির পেছনে প্রমাণ হাজির করেন, না হলে ক্ষমা চাইতে হবে।

হানিফ আরও বলেন, সরকারি ছুটি এবং গণপরিবহন বন্ধ থাকায় অনেক ভোটার ভোট দিতে আগ্রহ প্রকাশ করেনি। একারণেই প্রত্যাশার চেয়ে কম ভোট হয়েছে। ভবিষ্যতে নির্বাচন কমিশন এ ব্যাপারে দৃষ্টি দেবে বলে প্রত্যাশা করি। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু করায় নির্বাচন কমিশনসহ সবাইকে ধন্যবাদ জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়