শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫২ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসায় খুব আরামে বসে পোলাও খাচ্ছে বলে ভোট দিতে আসেনি, বললেন পরিকল্পনামন্ত্রী

অনলাইন রিপোর্ট: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সিটি নির্বাচনে যারা ভোট দিতে আসেনি তাদের একটি বড় অংশ বাসায় খুব আরাম আয়েশে আছে। বাসায় বসে খুব আরামে বসে পোলাও খাচ্ছে বলে ভোট দিতে আসেনি বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, সরকারের উপর আস্থা বেশি আছে বলেই মানুষ আরামে থাকছে। সরকার ভাল করছে, যে কারণে সব গৃহস্থ বাড়িতে ঘুমাচ্ছে।

শনিবার দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউসে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় পূর্বে সিটি নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ এডিপি অনুমোদনের পরপরই শুরু হবে। প্রধানমন্ত্রীর বিশেষ হস্তক্ষেপে অনেক ছড়াই উত্রাই পেরিয়ে বাস্তবায়নের পথে এটি।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী প্রমুখ।

এ সময় মন্ত্রী আরও বলেন, হাওর উন্নয়ন বোর্ডের আওতায় সড়ক নির্মাণ, বাঁধ নির্মাণ, নদী খনন, বনায়ন ইত্যাদি কর্মসূচি আছে। বিশেষ করে হাওরের জন্য অনেক প্রকল্প রয়েছে। হাওর এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিশেষ প্রকল্প গ্রহণ করেছে। এসব এলাকার মানুষের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ করতে বিশেষ বরাদ্দ দেয়া হচ্ছে। উক্ত বরাদ্দের মাধ্যমে টিউবওয়েল স্থাপন করা হবে।

সূত্র: বিডি-প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়