শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪০ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের নতুন বাজেটে কমলো মদ্যবিত্তের আয়কর, বাতিল হলো বেশকিছু করছাড়, বাড়ানো হবে সরকারের আয়

আসিফুজ্জামান পৃথিল : ৫ লাখ রুপি থেকে সাড়ে ৭ লাখ রুপি পর্যন্ত আয়ের ক্ষেত্রে আয়করের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশের ঘোষণা করা হয়েছে। ১০ লাখ পর্যন্ত আয়ের ক্ষেত্রে করের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ। সাড়ে ১২ লাখ রুপি পর্যন্ত আয়ের ক্ষেত্রে আয়করের হার করা হয়েছে ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ। ১৫ লাখ রুপি পর্যন্ত আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ ঘোষণা করা হয়েছে । ৫ লাখ রুপি পর্যন্ত আয়ে কোনও আয়কর লাগবে না। এনডিটিভি

ভারতের ইতিহাসের দীর্ঘতম বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ‘অর্থনীতির ভিত শক্ত, তার ফলে বৃহত্তর অর্থনৈতিক স্থিতাবস্থা রয়েছে। মুদ্রাস্ফীতি ঠিকভাবে ধরে রাখা গিয়েছে। ২০১৪ এর মার্চে কেন্দ্রের ঋণ ছিল জিডিপির ৫২.২ শতাংশ, তা কমে হয়েছে ৪৮.৭ শতাংশ।’

বর্তমান অর্থবছরে রাজস্ব ঘাটতি আনুমানিক জিডিপির ৩.৮ শতাংশ, এবং ২০২১ অর্থবছরের মধ্যে এর পরিমাণ কমিয়ে ৩.৫ শতাংশ করা হবে।

২০১৯-২০ অর্থবছরে কৃষি ঋণের পরিমাণ ১৫ লক্ষ কোটি রুপি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ।

বড় শহগুলোতে পরিচ্ছন্ন বাতাসের জন্য ৪,৪০০ কোটি রুপি বরাদ্দ হয়েছে। নবায়ণযোগ্য বিদ্যুতের জন্য বরাদ্দ ২২,০০০ কোটি রুপি। নতুন অর্থবছরে আয়ের লক্ষ্যমাত্রা ২২ লাখ ৪৬ হাজার কোটি রুপি। প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ১০ শতাংশ।
জম্মু ও কাশ্মীরের জন্য ৩০ হাজার ৭৭০ রুপি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। লাদাখে ৫ হাজার ৯০০ কোটি রুপি বরাদ্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়